আরবকে হারিয়ে খুশিতে আমির আয়ারল্যান্ড
উত্তাপহীন ম্যাচে টানটান লড়াই। আরব আমির শাহি ২৭৮-৯। আয়ারল্যান্ড ২৭৯-৮।
![আরবকে হারিয়ে খুশিতে আমির আয়ারল্যান্ড আরবকে হারিয়ে খুশিতে আমির আয়ারল্যান্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/25/35271-k-o-brien.jpg)
ওয়েব ডেস্ক: উত্তাপহীন ম্যাচে টানটান লড়াই। আরব আমির শাহি ২৭৮-৯। আয়ারল্যান্ড ২৭৯-৮।
ব্রিসবনে বিশ্বকাপের ১৬ তম ম্যাচে আয়ারল্যান্ড আরব আমির শাহির ২ উইকেটে জয় পেল। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পরটারফিল্ড। নির্ধারিত ৫০ ওভারে মহম্মদ তকিরের আরব আমির শাহি ৯ উইকেটে ২৭৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.`২ ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় পায় আয়ারল্যান্ড।
এদিন আমির শাহির শাহিমান আনওয়ার তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান পান। ৮৩ বলে ১০৬ রান করে দলকে ভাল জায়গায় নিয়ে যান আনওয়ার। তাঁর সাথে যোগ্য সঙ্গত দেন আমজাদ জাভেদ। ৩৫ বলে ৪২ রান করেন জাভেদ। ২ টি করে উইকেট পান আয়ারল্যান্ড দলের বোলার ম্যাক্স সোরেনসেন, কেভিন ও'ব্রায়েন, পল স্ট্রিলিং।
জবাবে ব্যাট করতে নেমে হিমশিম খেতে হয় "মীরাকেল মেকার' আয়ারল্যান্ডকে। গ্যারি উইলসনের ৮০ রান ও কেভিন ও'ব্রায়েনের ২৫ বলে ঝড়োয়া অর্ধ-শতরানে ভড় করে শেষ ওভারে জয় পায় আইরিশরা। আরবের হয়ে সর্বাধিক ৩ টি উইকেট নেন আমজাদ জাভেদ।
ম্যাচের সেরা হন গ্যারি উইলসন।