IRE vs IND: ভারতের টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেক হার্দিকের! ডাবলিনে কি বৃষ্টি হবে খলনায়ক?

আজকের ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন একাধিক তরুণ ক্রিকেটার। অভিষেক হতে পারে বেশ কিছু ক্রিকেটারেরও। ভারতের হয়ে টি-২০ ক্রিকেট প্রথমবার অধিনায়কত্ব করতে চলা হার্দিক পাণ্ডিয়া এমনই ইঙ্গিত দিয়েছিলেন। 

Updated By: Jun 26, 2022, 06:59 PM IST
IRE vs IND: ভারতের টি-২০ অধিনায়ক হিসাবে অভিষেক হার্দিকের! ডাবলিনে কি বৃষ্টি হবে খলনায়ক?
ডাবলিনে বৃষ্টির পূর্বাভাস!

নিজস্ব প্রতিবেদন: হাতে আর কয়েক ঘণ্টা। তারপরেই ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব ওরফে দ্য ভিলেজে ভারত-আয়ারল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। টিম ইন্ডিয়ার প্রথম দলের অধিকাংশ ক্রিকেটারই রয়েছেন ইংল্যান্ডে। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে এই আয়ারল্যান্ড সিরিজই হতে চলেছে নতুনদের কাছে সুযোগ প্রমাণের ম্যাচ। তবে এই ম্যাচে খলনায়ক হতে পারে বৃষ্টি। ডাবলিনের আবহাওয়া অফিসের পূর্বাভাস যে, ম্যাচের সময় হতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি!

আজকের ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন একাধিক তরুণ ক্রিকেটার। অভিষেক হতে পারে বেশ কিছু ক্রিকেটারেরও। টি-২০ ক্রিকেট প্রথমবার ভারতের অধিনায়কত্ব করতে চলা হার্দিক পাণ্ডিয়া এমনই ইঙ্গিত দিয়েছিলেন। ওপেনিংয়ে খেলার কথা রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিশানের। তবে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে রাহুল ত্রিপাঠির। আইপিএলে অসাধারণ খেলা রাহুলের অভিষেক হতে পারে ফর্মে না থাকা রুতুরাজের জায়গায়। তিন নম্বরে খেলবেন চোট সারিয়ে ফেরা সূর্যকুমার যাদব। এরপর আসবেন অধিনায়ক হার্দিক ও দীপক হুডা। ছয় নম্বরে ব্যাট করবেন এই মুহুর্তের সেরা ফিনিশার দীনেশ কার্তিক। সাতে অলরাউন্ডার অক্ষর পটেল। 

চার বোলার হিসেবে খেলার সম্ভাবনা যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও হর্ষল প্যাটেলের। তবে আইপিএলের সেরা চমক উমরান মালিকের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১৮ সালে শেষবার আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। এবারের মতো তখনও দুই ম্যাচের সিরিজ হয়েছিল এবং ভারতীয় দল জিতেছিল ২-০ ব্যবধানেই। 

ভারতের দল: হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

আয়ারল্যান্ড দল: অ্য়ান্ড্রিউ ব্যালবিরনি (অধিনায়ক), মার্ক আদায়ার, কার্টিস ক্য়াম্ফার, গ্য়ারেথ ডিলানি, জর্ড ডকরেল, স্টিফেন ডোনি, জোশ লিটল, অ্য়ান্ড্রিউ ম্যাকব্রিন, ব্যাকি ম্যাককার্থি, কোনর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়ং।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.