Wriddhiman Saha | Virat Kohli: 'হোয়াট আ...'! ঋদ্ধির বিরাট প্রশংসায় কোহলি, সোশ্যালে সুনামি...

Virat Kohli Praises Wriddhiman Saha: একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেই চলেছেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের ব্রাত্য ক্রিকেটার রবিবার কেরিয়ারের দ্বাদশ আইপিএল অর্ধ-শতরান করলেন। ঋদ্ধির ব্যাটিং দেখে থ বিরাট কোহলি। তিন শব্দে জাতীয় দলের সতীর্থের প্রশংসা করেছেন আরসিবি সুপারস্টার। কোহলির ইনস্টাগ্রাম স্টোরি জিতে নিল হৃদয়।  

Updated By: May 7, 2023, 05:57 PM IST
Wriddhiman Saha | Virat Kohli: 'হোয়াট আ...'! ঋদ্ধির বিরাট প্রশংসায় কোহলি, সোশ্যালে সুনামি...
ঋদ্ধির ভূয়সী প্রশংসায় বিরাট

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যাট হাতে ফের ঝড় তুলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। চলতি আইপিএলে (IPL 2023) ৩৮ বছরের উইকেটকিপার-ব্যাটার রয়েছেন আগুনে ফর্মে। বাংলা ও ভারতীয় দলের ব্রাত্য ক্রিকেটার ফের একবার বুঝিয়ে দিলেন যে, তিনি ফুরিয়ে যাননি। তাঁর দেওয়ার আছে অনেক কিছু। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, GT vs LSG) মুখোমুখি হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) গুজরাত টস হেরে প্রথমে ব্যাট করে তুলল ২২৭/২। ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্য়াট থেকে এসেছে বিধ্বংসী ইনিংস। যা দেখে মোহিত বিরাট কোহলি (Virat Kohli)। ঋদ্ধির ব্যাটিংয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কোহলি লিখলেন, 'হোয়াট আ প্লেয়ার।' যার মানে কী অসাধারণ প্লেয়ার। 

আরও পড়ুন: Wriddhiman Saha | WTC Final: ধেয়ে এল ভংয়কর ঋদ্ধি ঝড়! বাংলার ছেলেকে চাই বিশ্বযুদ্ধে, আরও জোরাল হল দাবি

এদিন 'পাপালি' ও শুভমন গিলের ওপেনিং জুটি এদিন আরও একবার ধামাকা দেখিয়েছে ঘরের মাঠে। ১২.১ ওভারে তাঁরা তুলে ফেলেন ১৪২ রান। ঋদ্ধি ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন। ৫৯ মিনিট ক্রিজে থেকে ১০টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। ব্যাট করলেন ১৮৮.৩৭-এর স্ট্রাইক রেটে। ২০ বলেই চলে আসে ঋদ্ধির হাফ-সেঞ্চুরি। ঋদ্ধিকে এভাবে ব্যাট করতে দেখে ফ্য়ানরা একটাই দাবি করলেন, তাঁরা চাইছেন আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ঋদ্ধিকে দেখতে। এদিন ঋদ্ধি ফিরে যাওয়ার পর শুভমান কামাল দেখাতে থাকেন। ৫১ বলে ৯৪ (২টি চার ও ৭টি ছয়) রানে তিনি অপরাজিত থাকেন। তিনে নেমে হার্দিক পাণ্ডিয়া ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলে ডাগআউটে ফিরে যান। চারে ব্যাট করতে আসা ডেভিড মিলার ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.