MS Dhoni | Sunil Gavaskar: 'ওর মতো প্লেয়ার ১০০ বছরে একবার আসে'! ধোনিতেই ডুবে সানি...

Players like MS Dhoni come once in a century says Sunil Gavaskar: এমএস ধোনিকে নিয়ে সুনীল গাভাসকরের ঘোর যেন কাটছেই না। সানি শুধু বুকে অটোগ্রাফ নিয়েই শান্ত হননি। ধোনির ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। গাভাসকর সাফ বলছেন যে, ধোনির মতো ক্রিকেটার প্রজন্মের ফারাকে নয়, একশ বছরে একবার আসে।

Updated By: May 15, 2023, 02:26 PM IST
MS Dhoni | Sunil Gavaskar: 'ওর মতো প্লেয়ার ১০০ বছরে একবার আসে'! ধোনিতেই ডুবে সানি...
সানি ডুবে ধোনিতেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders, CSK vs KKR)। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই প্রথমে ব্যাট করে তুলেছিল ছয় উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান। কেকেআর স্পিনারদের সৌজন্যে ধোনিরা ঘরের মাঠেই কুপোকাত হয়ে যায়। কলকাতা নয় বল হাতে রেখে অনায়াসে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। সৌজন্য়ে নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের অর্ধ-শতরান। 

ক্রিকেট পাগল চিপকের রাত দীর্ঘায়িত হয়েছিল। ম্যাচের পরেই তোল ছিল অন্য খেলা। ধোনিরা চিপকে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেললেন। ম্যাচের পর ধোনি অ্যান্ড কোং চিপকের স্টেডিয়াম প্রদক্ষিণ করে। ধোনি টেনিস ব়্যাকেট হাতে নিয়ে দর্শকদের উদ্দেশে মাঠ থেকে টেনিস বল পাঠান গ্যালারিতে। সতীর্থদের সঙ্গে তোলেন সেলফিও। যেন চিপককে ধোনি ফেয়ারওয়েল জানিয়ে দিলেন। এদিন ম্যাচের পর হৃদয় চুরির সেঞ্চুরি হাঁকালেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ধোনির বিরাট ফ্যান লিটলমাস্টার নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, মৃত্যুর আগে ধোনির বিশ্বকাপ জেতানো ছক্কাটি তিনি দেখতে চান। সেই সানিই এদিন ধোনির কাছে এগিয়ে যান ম্যাচের পর, এরপর ধোনির হাতে তুলে দেন মার্কার। ধোনি অটোগ্রাফ দেন সানির বুকে, শার্টের উপর। সেই ভিডিয়ো ভাইরালও হয়ে যায় রাতারাতি। যদিও ধোনিকে নিয়ে সানির মুগ্ধতার রেশ ছিল দীর্ঘক্ষণ।

আরও পড়ুন: Mahendra Singh Dhoni And Sunil Gavaskar, IPL 2023: 'যদি হৃদয়ে লেখো নাম'! সানির বুকে মাহির অটোগ্রাফ, 'থালা'-র বিদায় দেখল ক্রিকেট পাগল চিপক

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে গাভাসাকর বলেন, 'কিছুক্ষণ আগে কেপি (কেভিন পিটারসেন) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে কথা বলেছে। ধোনি থেকে খেলতে পারে। ওর মতো প্লেয়ার ১০০ বছরে একবার আসে, এক প্রজন্মের ব্যবধানেও নয়। সেজন্যই ধোনির থেকে আরও বেশি বেশি করে খেলা দেখতে চায় সকলে। আশা করব এটাই ধোনির শেষ আইপিএল নয়, ওর আরও কিছু সময় থাকবে আমাদের সঙ্গে।'

ধোনি কখন কী বলেন, আর কী করেন, তা একমাত্র তিনিই জানেন। জীবনের যে কোনও বড় সিদ্ধান্তের আগে চমক রাখাটা ধোনির স্বভাবজাত। যে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়া হোক বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলা। খুব স্বাভাবিক ভাবেই ধোনি আইপিএল অবসরের সিদ্ধান্তেও চমক রাখবেন, তা বলাই যায়। এই আইপিএলেই ধোনি একেকবার একেক কথা বলছেন, যা বারবার তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়াচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার পর ধোনি বলেছিলেন, 'যা বলার বলেছি, যা করার করেছি। কেরিয়ারের অন্তিম পর্বে আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যতদিন খেলব, যেন উপভোগ করতে পারি।' এরপর ধোনি লখনউ ম্যাচের আগে অন্য় কথা বলেছিলেন ।জনপ্রিয় ধারাভাষ্য়কার ড্যানি মরিসন ধোনিকে বলেছিলেন, 'আপনার শেষ আইপিএল, অসাধারণ একটা ট্যুর চলছে, আপনি কেমন উপভোগ করছেন?' যাঁর উত্তরে ধোনি বলেন, 'ও আপনিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমার শেষ আইপিএল বলে।' এরপর ধোনি হেঁয়ালি মাখা হাসি দেন। মরিসন এই উত্তর শুনে, দর্শকদের উদ্দেশে বলেন যে, ধোনি পরেরবার কামব্যাক করছেন। ধোনির এই বক্তব্যের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুধু ফ্য়ানরাই নন, ক্রিকেটের মহারথীরাও চাইছেন যে, ধোনি খেলা চালিয়ে যান আইপিএলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.