MS Dhoni: গ্যালারি রাঙানোর বরাত পেয়েছেন ধোনি, রঙের কৌটো হাতে নিয়ে শুরু করলেন কাজ!

MS Dhoni enjoys spray-painting chairs at Chepauk: ব্যাট-গ্লাভস সাময়িক তুলে রাখলেন এমএস ধোনি। চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে গ্যালারির সিট হলুদ রং রাঙাচ্ছেন তিনি। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। যা শেয়ার করেছে সিএসকে।  

Updated By: Mar 27, 2023, 01:29 PM IST
MS Dhoni: গ্যালারি রাঙানোর বরাত পেয়েছেন ধোনি, রঙের কৌটো হাতে নিয়ে শুরু করলেন কাজ!
ধোনি ব্যস্ত নিজের কাজে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে দুয়ারে আইপিএল সিক্সটিন (Indian Premier League, IPL 2023)। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। হাতে আর ঠিক তিন দিন। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চারবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। তবে ধোনি অ্যান্ড কোং তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ৩ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে (CSK vs LSG)। স্বাভাবিক ভাবেই ঢেলে সাজানো হচ্ছে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়াম (Chidambaram Stadium)। আর গ্যালারিতে দর্শকাসন রাঙাচ্ছেন ধোনি নিজেই। সিএসকে-র ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণানের (Russell Radhakrishnan) সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হাতে স্প্রে পেইন্ট নিয়ে গ্য়ালারির সিটগুলি হলুদ রং করছেন মাহি। সিএসকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছে। যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ধোনি এই কাজটিও অত্যন্ত মনোযোগ দিয়ে করছেন। যা কোথাও ভীষণ শিক্ষণীয়।

আরও পড়ুনWATCH | Ben Stokes: বল বলে মারছেন ছয়, রেয়াত করছেন না কাউকেই! আগুন ...

৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল।গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.