Salman Khan, IPL 2023: সলমানের প্রিয় ক্রিকেটার কে? কার ফিটনেসে মজেছেন 'ভাইজান'? দেখুন ভাইরাল ভিডিয়ো

আইপিএল জ্বরে ভুগছে দেশ। কমবেশি রুপোলি পর্দার সব তারকাই জুড়ে গেছেন আইপিএলে সঙ্গে। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা সেই প্রথম থেকে আইপিএলে সঙ্গে যুক্ত আছেন।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 14, 2023, 03:32 PM IST
Salman Khan, IPL 2023: সলমানের প্রিয় ক্রিকেটার কে? কার ফিটনেসে মজেছেন 'ভাইজান'? দেখুন ভাইরাল ভিডিয়ো
এবার ক্রিকেটের মঞ্চে সলমান খান। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সাধারণত ক্রিকেট নিয়ে তাঁকে কথা বলতে দেখা যায় না। তবে এবার নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়ে দিলেন সলমান খান (Salman Khan)। ভারতীয় ক্রিকেটে একাধিক তারকা থাকলেও, 'ভাইজান'-এর প্রিয় কিন্তু মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। সেটা অকপটে জানিয়ে দিলেন তিনি। তবে ফিটনেসের প্রসঙ্গ এলেই তাঁর কাছে সবার আগে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএল-এর (IPL 2023) ভরা বাজারে 'কিসি কা ভাই কিসি কা জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) সিনেমার প্রচারে এসে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকায় মজলেন সলমান। 

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে কয়েকজন বাচ্চার সঙ্গে খোশমেজাজে গল্প করছেন ভাইজান। সেখানে বলতে গিয়ে সলমন বলেন, 'একজন উত্তরের ছেলে দক্ষিণে এসে চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন।' তাঁর কথা শুনে বাচ্চারা সমস্বরে বলে ওঠে, 'মহেন্দ্র সিং ধোনি'। সেটা শুনেই সলমন বলেন, 'ধোনি, আমার প্রিয় ক্রিকেটার।'

আরও পড়ুন: Prithvi Shaw vs Sapna Gill Selfie Row, IPL 2023: সেলফি বিতর্কে আরও বেকায়দায় ফর্ম হারানো পৃথ্বী, তারকা ওপেনারকে নোটিশ দিল বম্বে হাই কোর্ট

আরও পড়ুন: Virender Sehwag On Shubman Gill, IPL 2023: 'শুভমন দলের জন্য নয়, নিজের জন্য খেলছে'! বোমা ফাটালেন বীরেন্দ্র শেহওয়াগ

এরপর সলমান ফের বলেন, 'একজন ছেলে শুধু ফিটনেস ও ব্যাটিংয়ের উপর ভর করে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন।' তাঁর কথা শেষ হতেই সেই বাচ্চারা বলে ওঠেন, 'বিরাট কোহলি'। সেটা শুনেই সলমান বলেন, 'এবার বিরাট কোহলি দাপট দেখাবে।'  

আইপিএল জ্বরে ভুগছে দেশ। কমবেশি রুপোলি পর্দার সব তারকাই জুড়ে গেছেন আইপিএলে সঙ্গে। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা সেই প্রথম থেকে আইপিএলে সঙ্গে যুক্ত আছেন। শুধু তাই নয়, অনেক তারকাকেই মাঝেমধ্যে মাঠে গিয়ে খেলা দেখতে দেখা গেছে। নিজের প্রিয় দল, প্রিয় ক্রিকেটারের জন্য গলা ফাটাতেও দেখা গেছে অনেককে। এবার সেই তালিকায় নাম লেখালেন সলমান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.