রাজস্থান রয়্যালসকে ১০০ কোটির জরিমানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের

বিদেশি মুদ্রা বিনিময়ে অনিয়মের জন্য আইপিএল-এর রাজস্থান রয়্যালসকে ১০০ কোটি টাকার পেনাল্টি করল বা ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজিমেন্ট অ্যাক্ট বা ফেমা লঙ্ঘিত হওয়ায় এই সংস্থা দু`বছরের তদন্তে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইসিকে মোট তিনটি নোটিস পাঠিয়েছে।

Updated By: Feb 4, 2013, 08:49 PM IST

বিদেশি মুদ্রা বিনিময়ে অনিয়মের জন্য আইপিএল-এর রাজস্থান রয়্যালসকে ১০০ কোটি টাকার পেনাল্টি করল বা ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজিমেন্ট অ্যাক্ট বা ফেমা লঙ্ঘিত হওয়ায় এই সংস্থা দু`বছরের তদন্তে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইসিকে মোট তিনটি নোটিস পাঠিয়েছে।
রাজস্থান রয়ালসের শরিক জয়পুর আইপিএল ক্রিকেট প্রাইভেট লিমিটেড এবং এর ডিরেক্টর তথা রাজস্থান রয়ালসের মালিকদের ৫০ কোটি টাকা, মরিশাসের ইএম স্পোর্টিং হোল্ডিংকে বিদেশি মুদ্রায় অনিয়মের জন্য ৩৪ কোটি, এবং ব্রিটেনের এনডি ইনভেস্টমেন্টকে ১৪.৫ কোটি টাকার নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
তবে এই তিন পক্ষই পেনাল্টি অর্ডারের বিরুদ্ধে আর্জি জানাতে পারে।

.