নতুন তদন্ত কমিটির কথা বলে শ্রীনিবাসনকে ধাক্কা দিল সুপ্রিম কোর্ট

সোমবার সুপ্রিম কোর্টের রায়ে ফের ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেটের `বস`এন শ্রীনিবাসন। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নতুন তদন্ত কমিটি গড়ে বোর্ডকে প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট । স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীনির নিজের পছন্দের প্যানেলের বদলে সুপ্রিম কোর্ট বেছে নিল এমন তিনজনকে যেখানে বিপদে পড়তে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট। শ্রীনিবাসন এখনও ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সু্প্রিম কোর্ট।

Updated By: Oct 7, 2013, 12:25 PM IST

সোমবার সুপ্রিম কোর্টের রায়ে ফের ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেটের `বস`এন শ্রীনিবাসন। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নতুন তদন্ত কমিটি গড়ে বোর্ডকে প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট । স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীনির নিজের পছন্দের প্যানেলের বদলে সুপ্রিম কোর্ট বেছে নিল এমন তিনজনকে যেখানে বিপদে পড়তে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট। শ্রীনিবাসন এখনও ভারতীয় বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সু্প্রিম কোর্ট।
কেলেঙ্কারির তদন্তের অনুসন্ধান করতে যে তিনজনেক বাছল সুপ্রিম কোর্ট, তাঁরা হলেন প্রাক্তন চিফ জাস্টিস মুকুল মুদগাল, অ্যাডভোকেট নাগেশ্বর রাও, এবং নীলেশ দত্ত। যার নেতৃত্বে থাকবেন পঞ্জাব আর হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মুকুল মুদগল। এই কমিটিকে নিয়ে বিসিসিআই আর বিহার ক্রিকেট সংস্থাকে বক্তব্য জানাতে বলেছে দেশের সর্বোচ্চ আদালত। এব্যাপারে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সু্প্রিম কোর্ট।

.