IPL Auction 2022: কেমন হল ১০টি দল? দেখে নিন সেই পূর্ণাঙ্গ তালিকা

কেমন হল ১০ দল? দেখে নিন 

Updated By: Feb 14, 2022, 05:58 PM IST
IPL Auction 2022: কেমন হল ১০টি দল? দেখে নিন সেই পূর্ণাঙ্গ তালিকা
কেমন হল ১০ দল? দেখে নিন

দু’দিনের ম্যারাথন নিলাম শেষে ঘর গুছিয়ে নিল আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। সব দল মিলিয়ে ৫৫১ কোটি টাকার কেনাকাটা হল। এ বারের ১৯ ঘণ্টার মেগা নিলামে ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২০৪ জন বিক্রি হলেন। এর মধ্যে রয়েছেন ৬৭ জন বিদেশি তারকা। প্রথম দিন ৭৪ জন ক্রিকেটার বিক্রি হয়েছিলেন। আর দ্বিতীয় তথা শেষ দিনে ১৩০ জন দল পেলেন। কে কোন তারকাকে দলে তুলে নিলেন? চলুন দেখে নেওয়া যাক দশ দলের ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা।

কলকাতা নাইট রাইডার্স: 

নিলামে কেনা ক্রিকেটার- অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মহম্মদ নবি, উমেশ যাদব, স্যাম বিলিংস, চামিকা করুণারত্নে, শিবম মাভি, অনুকূল রায়, অভিজিৎ তোমার, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রাসিক দার, রমেশ কুমার, আমন খান।

রিটেন করা ক্রিকেটার – আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

চেন্নাই সুপার কিংস: 

নিলামে কেনা ক্রিকেটার- অম্বাতি রায়ডু, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডন, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, ডোয়েন ব্রাভো, হরি নিশান্ত, কেএম আসিফ, মহীশ ঠিকশানা, মিচেল স্যান্টনার, মুকেশ চৌধুরী, নারায়ণ জগদীশান, প্রশান্ত সোলাঙ্কি, রবিন উথাপ্পা, শিবম দুবে, সিমরনজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ভগৎ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি। 

রিটেন করা ক্রিকেটার – মইন আলি, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়। 

দিল্লি ক্যাপিটালস: 

নিলামে কেনা ক্রিকেটার- ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধূল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মনদীপ সিং, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দূল ঠাকুর, শ্রীকার ভরত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, রোভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল।

রিটেন করা ক্রিকেটার – আনরিখ নখিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শাহ, ঋষভ পন্থ। 

পঞ্জাব কিংস: 

নিলামে কেনা ক্রিকেটার – জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, রাজ বাওয়া, হরপ্রীত ব্রার, ঈশান পোড়েল, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, ওডিয়েন স্মিথ, বেনি হাওয়েল, ভানুকা রাজাপাক্ষে, নাথান এলিস, শিখর ধওয়ান, প্রভসিমরান সিং, রাহুল চাহার, সন্দীপ শর্মা, শাহরুখ খান, বৈভব আরোরা, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রেরক মানকাড, অংশ প্যাটেল, অথর্ব টাইডে, বলতেজ সিং।

রিটেন করা ক্রিকেটার – ময়ঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং। 

মুম্বই ইন্ডিয়ান্স: 

নিলামে কেনা ক্রিকেটার- ইশান কিষান, ড্যানিয়েল স্যামস, জোফ্রা আর্চার, রিলে মেরেডিথ, বাসিল থাম্পি, অর্জুন তেন্ডুলকর, ডিওয়াল্ড ব্রেভিস, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, সঞ্জয় যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, টাইমাল মিলস, আনমোলপ্রীত সিং, আর্শাদ খান, হৃত্বিক শোকিন, রাহুল বুদ্ধি, রমনদীপ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল।

রিটেন করা ক্রিকেটার- রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, কাইরন পোলার্ড, সূর্যকুমার যাদব।

রাজস্থান রয়্যালস: 

নিলামে কেনা ক্রিকেটার- দেবদূত পাড়িক্কল, কেসি কারিয়াপ্পা, নবদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার নাইল, রাসি ভ্যান ডার ডুসেন, ওবেদ ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, জেমস নিশাম, রিয়ান পরাগ, ডারিল মিচেল, শিমরন হেটমেয়ার, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়ার, অনুনয় সিং, কুলদীপ সেন, ধ্রুব জুরেল, তেজাস বারোকা, শুভম গাড়োয়াল।

রিটেন করা ক্রিকেটার- জস বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল।

আরও পড়ুন: IPL Auction 2022: Ishan Kishan,Deepak Chahar থেকে Shreyas Iyer, ছবিতে দেখে নিন ১০ কোটি ছোঁয়া ১১ 'বড় লোক' ক্রিকেটারের তালিকা

আরও পড়ুন: IPL Auction 2022: Suresh Raina থেকে Steve Smith, Shakib থেকে Eoin Morgan, ১০ 'আনসোল্ড' ক্রিকেটার

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:  

নিলামে কেনা ক্রিকেটার- ফ্যাফ ডু’ প্লেসিস, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ফিন অ্যালেন, জশ হ্যাজলউড, জ্যাসন বেহরেনডর্ফ, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আকাশদীপ, ডেভিড উইলে, অনুজ রাওয়াত, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, করণ শর্মা, মহীপাল লোমরোর, শেরফান রাদারফোর্ড, সুয়াশ প্রভুদেশাই, সিদ্ধার্থ কৌল, লুভনিথ সিসোদিয়া।

রিটেন করা ক্রিকেটার- বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ।

সানরাইজার্স হায়দরাবাদ: 

নিলামে কেনা ক্রিকেটার- আইডেন মাক্রাম, ভুবনেশ্বর কুমার, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকি, জগদীশা সুচিথ, কার্তিক ত্যাগী, মার্কো জ্যানসেন, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, শ্রেয়স গোপাল, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, বিষ্ণু বিনোদ।

রিটেন করা ক্রিকেটার- কেন উইলিয়ামসন, আবদুল সামাদ, উমরান মালিক।

লখনউ সুপারজায়ান্টস: 

নিলামে কেনা ক্রিকেটার- জেশন হোল্ডার, এভিন লুইস, অঙ্কিত রাজপুত, আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, দুষ্মন্ত চামিরা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রণাল পাণ্ডিয়া, কাইল মায়ার্স, মার্ক উড, মায়াঙ্ক যাদব,মহসিন খান, মনন ভোরা, মণীশ পাণ্ডে, কুইন্টন ডি’ কক, শাহবাজ নাদিম। 

রিটেন করা ক্রিকেটার- কেএল রাহুল, মার্কাস স্টোয়নিস, রবি বিষ্ণোই।

গুজরাত টাইটান্স: 

নিলামে কেনা ক্রিকেটার- জেশন রয়, অভিনব মনোহর, আলজারি জোসেফ, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, ডমিনিক ড্রেকস, ঋদ্ধিমান সাহা, গুরকিরত সিং মান, জয়ন্ত যাদব, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, নূর আহমেদ, রাহুল তেওয়াটিয়া, রবিশ্রীনিবাসন কিশোর, বিজয় শংকর, প্রদীপ সাঙ্গওয়ান, যশ দয়াল, সাই সুদর্শন, বরুণ অ্যারন। 

রিটেন করা ক্রিকেটার- হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, শুভমন গিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.