IPL 2022: এক রবির পাশে আর এক রবি, Ravindra Jadeja-র প্রশংসা করলেন Ravi Shastri
এ বারের আইপিএল শুরু হওয়ার মাত্র দুই দিন আগে জাড্ডুর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিএসকে শিবির। তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
নিজস্ব প্রতিবেদন: বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। যদিও রবীন্দ্র জাদেজার ( Ravindra Jadeja) প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তাঁর মতে জাদেজার অধিনায়কত্বে এ বারের আইপিএল -এ (IPL 2022) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ভাল পারফরম্যান্স করবে।
Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2022
এ বারের আইপিএল শুরু হওয়ার মাত্র দুই দিন আগে জাড্ডুর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিএসকে শিবির। তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এরপর সিএসকে-র সোশ্যাল মিডিয়াতে শাস্ত্রী বলেন, "জাড্ডু আমার অনেক পুরনো বন্ধু। নতুন ইনিংসের আগে তোমাকে অনেক শুভেচ্ছা। আমার বিশ্বাস অধিনায়ক হিসেবেও তুমি ভাল পারফরম্যান্স করবে।" এরপর তিনি আরও যোগ করেন, "জাদেজা দায়িত্ব নিতে জানে। এই মুহূর্তে ও ক্রিকেট জগতের এক নম্বর অলরাউন্ডার। গত চার-পাঁচ বছরে জাদেজা ক্রিকেটার হিসেবে অনেক উন্নতি করেছে। শুধু বোলিং নয়, ব্যাটার হিসেবেও অনেক উন্নতি করেছে জাড্ডু। সঙ্গে রয়েছে ওর দুরন্ত ফিল্ডিং। ফলে বেড়েছে ওর আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস চেন্নাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"
আরও পড়ুন: IPL 2022: Team India-র কোন দুই ম্যাচ উইনারকে ভবিষ্যতের তারকা বললেন Ross Taylor? জানতে পড়ুন
আরও পড়ুন: IPL 2022: কেন RCB নেতৃত্ব ছাড়লেন? জানালেন Virat Kohli