Ravi Shastri: আইপিএল পাবে নতুন চ্য়াম্পিয়ন, এই টিম প্লেঅফে খেলবেই! বিরাট ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
রবি শাস্ত্রী (Ravi Shastri) আরসিবিকে (RCB) দেখছেন আইপিএল প্লে-অফে
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) রবি শাস্ত্রীকে (Ravi Shastri) পাওয়া যাচ্ছে ফের ধারাভাষ্যকারের ভূমিকায়। বলাই বাহুল্য় যে, প্রতিটি ম্যাচেই থাকছে তাঁর শ্যেন দৃষ্টি। ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার মনে করছেন যে, এবার ক্রোড়পতি লিগ পাবে এক নতুন চ্যাম্পিয়ন টিমকে। পাশাপাশি শাস্ত্রী এও বলছেন যে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবার প্লে-অফে উঠবে।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি যে, এই মরশুমে এক নতুন চ্যাম্পিয়ন পাব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই আইপিএলে দারুণ খেলছে। প্রতি ম্যাচে ওরা ভাল থেকে আরও ভাল হয়ে উঠছে। ফাফ দু প্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে এবার। বিরাট ভাল খেলছে। ম্যাক্সওয়েল কতটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে ব্যাট হাতে, তা আমরা জানি। স্পিনারদের ও শেষ করে দেয়। ফাফের মতো একজন নেতাকে পাওয়া বিরাট বোনাস। আরসিবি এবার প্লেঅফ খেলবেই।"
আরসিবি এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে, হেরেছে দুই ম্যাচে। তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। ১০ দলীয় লড়াইয়ে ফাফ অ্যান্ড কোং এখন ৬ নম্বরে। বিগত ১৪ বছরে একবারও আইপিএল ট্রফি স্পর্শ করতে পারেনি আরসিবি। ২০১৬ সালে আরসিবি রানার্স হয়েছিল। এবার দেখার এই ফ্র্যাঞ্চাইজি কী করতে পারে!
আরও পড়ুন: Dale Steyn: ডোনাল্ড তাঁর জন্য যা করেছেন, সেটাই স্টেইন করতে চান কাশ্মীরি বোলারের জন্য
আরও পড়ুন: IPL 2022: চলতি আইপিএলে সমাপ্তি অনুষ্ঠানের ভাবনায় বিসিসিআই