IPL 2022 Playoff Race: Mumbai Indians, Chennai Super Kings কি শেষ চারে যেতে পারবে?

মুম্বইয়ের (Mumbai Indians) রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু চেন্নাইয়ের (Chennai Super Kings) পথ খোলা আছে। 

Updated By: Apr 23, 2022, 03:15 PM IST
IPL 2022 Playoff Race:  Mumbai Indians, Chennai Super Kings কি শেষ চারে যেতে পারবে?
মুম্বই-চেন্নাই এবার অত্যন্ত খারাপ জায়গায়

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (Indian Premier League, IPL 2022) ১৪ বছরের ইতিহাস সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজি- মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মুম্বই আইপিএল ট্রফি জিতেছে পাঁচবার, চেন্নাইয়ের ক্যাবিনেটে আছে চারটি খেতাব। তবে চলতি আইপিএল একেবারে ব্য়তিক্রম! ১০ দলীয় লড়াইয়ে মুম্বই সবার নীচে। টানা সাত ম্যাচ হেরে রোহিত শর্মার (Rohit Sharma) টিম এখন দশে। অন্যদিকে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) চেন্নাই ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্য়াচ হেরে লিগ টেবিলে ন'নম্বরে। 

এখন প্রশ্ন মুম্বই-চেন্নাই কি আইপিএলের প্লেঅফে (IPL 2022 Playoff Race) যেতে পারবে? মুম্বইয়ের শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা খোলা নেই। দিনের আলোর মতোই পরিস্কার এই বিষয়টি। ব্যাক-টু-ব্যাক সাত ম্যাচ হেরে ক্রোড়পতি লিগ থেকে ছিটকে গিয়েছে তারা। তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা ০.১৩৪ শতাংশ। মুম্বইয়ের নেট রান রেট নেগেটিভে! সেটাকে পজিটিভ করতে গেলে আগামী ৭ ম্যাচই তাদের জিততে হবে বড় ব্য়বধানে। এমনটা করলেও তাদের প্লেঅফ নিশ্চিত নয়। ১০ দলীয় লড়াইয়ে ১৪ পয়েন্ট পেয়েও আর কোনও লাভ হবে না। মুম্বইয়ের অন্তত পক্ষে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পাওয়ার প্রয়োজন ছিল। তবেই প্লেঅফের প্রার্থী হতে পারত নীল জার্সিধারীরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েও কাজের কাজ হবে না। মুম্বই চাইবে যে অন্য দলগুলিও ১৪ পয়েন্টে শেষ করুক। যাতে তাদের শেষ চারের দরজা খোলে। বাকি ৯ দলের ওপর নির্ভর করতে হবে রোহিতদের। 

এবার চেন্নাইয়ের প্লেঅফ খেলার সমীকরণের দিকে চোখ রাখা যাক। চেন্নাইয়ের প্লেঅফে কোয়ালিফাই করার সম্ভাবনা ৪.৮৭ শতাংশ। ৪ ম্যাচে ৭ পয়েন্টে পেয়ে চেন্নাইয়েরও নেট রান রেট (-০.৫৩৪) নেগেটিভ। দু'টি মানদণ্ডই ঠিক নয়। জাদেজার দলকেও বাকি প্রতিটি ম্যাচ জিতে নেট রান রেট পজিটিভ করতে হবে। মুম্বইকে বাকি সাত ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জিততেই হবে। বাকি ১০ দলের কথা মাথায় রেখে চেন্নাইকে ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জিতে ১৬ পয়েন্টের টার্গেট রাখতে হবে। এই মুহূর্তে আরও সাত দল রয়েছে। যারা ৮ পয়েন্টে। ফলে চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার পথের কাঁটা হতে পারে সেই দলগুলি। চেন্নাইকে ন্যূনতম সাত ম্যাচ জিতে প্লেঅফের জন্য কোয়ালিফাই করতে হবে। দেখা যাক চেন্নাই পারে কিনা! 

আরও পড়ুুন: Harry Kane: ইংল্যান্ড ক্যাপ্টেন দেখছেন আইপিএল! জানালেন তাঁর প্রিয় দলের নাম

আরও পড়ুনWatch: অগ্নিগর্ভ পরিস্থিতি! Chahal ঘাড় ধরে ব্যাট করতে পাঠাচ্ছিলেন Kuldeep-কে!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.