IPL 2022 Orange Cap, Purple Cap Update: ব্য়াটে-বলে রাজত্ব কাদের? লড়াইয়ে কারা?

কমলা ও বেগুনি টুপি (Orange Cap-Purple Cap) উঠেছে কাদের মাথায়! ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কারা?

Updated By: Apr 9, 2022, 02:20 PM IST
IPL 2022 Orange Cap, Purple Cap Update: ব্য়াটে-বলে রাজত্ব কাদের? লড়াইয়ে কারা?
জস বাটলার ও উমেশ যাদব করছেন রাজত্ব

নিজস্ব প্রতিবেদন: ১৫ তম আইপিএলের (IPL 2022) ১৬টি ম্যাচ হয়ে গেল দেখতে দেখতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে লড়াই রীতিমতো জমে গিয়েছে। দেশ-বিদেশের একাধিক ক্রিকেটব্যাটে-বলে দারুণ পারফর্ম করছেন ক্রোড়পতি লিগে। এই প্রতিবেদনে দেখে নিন এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করে 'অরেঞ্জ ক্যাপ' (Orange Cap) মাথায় উঠেছে কোন ক্রিকেটারের, কে ঝুলিতে সব চেয়ে বেশি উইকেট পুরে মাথায় তুলেছেন 'পার্পল ক্যাপ' (Purple Cap)

'অরেঞ্জ ক্যাপ' (Orange Cap) 

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ইংরেজ ওপেনার জস বাটলার (Jos Buttler) ব্যাটারদের মধ্যে রাজ করছেন। ৩ ম্যাচে করে ফেলেছেন ২০৫ রান (সর্বোচ্চ ১০০)। বাটলারের গড় ১০২. ৫০ ও স্ট্রাইক রেট ১৪৩.৩৫। একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি করেছেন বাটলার। হাঁকিয়েছেন ১৪টি চার ও ১৪টি ছয়। দুয়ে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) তরুণ ভারতীয় ব্যাটার শুভমান গিল (Shubman Gill)। ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তিন ম্যাচে মোট রান ১৮০। তিনে পঞ্জাব কিংসের (Punjab Kings) ব্রিটিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) (৪ ম্যাচে ১৬২), চারে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) (৪ ম্যাচে ১৪৯)। পাঁচে মুম্বই ইন্ডিয়ান্সের মারকুটে ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan) (৩ ম্যাচে ১৪৯ রান)

'পার্পল ক্যাপ' (Purple Cap)

৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখনও পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) উমেশ যাদব (Umesh Yadav)। উমেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আরও তিন বোলার। দুয়ে রয়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) (৩ ম্যাচে ৭ উইকেট)। তিনে পঞ্জাব কিংসের ((Punjab Kings) রাহুল চাহার (Rahul Chahar) (৪ ম্যাচে ৭ উইকেট)। চারে  লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) আবেশ খান (
Avesh Khan) (৪ ম্যাচে ৭ উইকেট) ও পাঁচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কুলদীপ যাদব (Kuldeep Yadav) (৩ ম্যাচে ৬ উইকেট)

আরও পড়ুন: Gujarat Titans: অভিষেকেই আইপিএল ইতিহাস গুজরাতের! ধোনি-রায়নার অনন্য ক্লাবে হার্দিক

আরও পড়ুনYuzvendra Chahal-Ravi Shastri: 'অভিযুক্তকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে দ্রুত রিহ্যাবে পাঠানো হোক'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.