MS Dhoni, IPL 2022: মাত্র ১৫ রান করলেই এই অনন্য ক্লাবের সদস্য হবেন ধোনি

এমএস ধোনি (Mahendra Singh Dhoni)  অনন্য় ইতিহাসের সামনে।

Updated By: Mar 31, 2022, 03:58 PM IST
MS Dhoni, IPL 2022: মাত্র ১৫ রান করলেই এই অনন্য ক্লাবের সদস্য হবেন ধোনি
এমএস ধোনির সামনে অনন্য় রেকর্ডের হাতছানি

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগে এমএস ধোনি (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings, CSK) অধিনায়কত্ব ছেড়ে চমকে দিয়েছিলেন! ঠিক তেমনই চমক ছিল তাঁর ব্যাটে কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে প্রথম ম্য়াচে। যেন ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ৩৮ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলছিলেন ধোনি। যদিও তাঁর ব্যাটে জিততে পারেনি চেন্নাই।

বৃহস্পতিবার অর্থাৎ আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে ধোনি যদি আর ১৫টি রান করতে পারেন, তাহলে তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে ৭০০০ রান পূর্ণ করবেন। ধোনি চলে আসবেন  বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও সিএসকে  (CSK) সতীর্থ রবিন উথাপ্পাদের (Robin Uthappa) অনন্য ক্লাবে।

দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাঁরা টি-২০ ফর্ম্যাটে ৭০০০ রান করেছেন

বিরাট কোহলি- ১০, ৩২৬ রান
রোহিত শর্মা- ৯,৯৩৬ রান
শিখর ধাওয়ান- ৮, ৮১৮ রান
রবিন উথাপ্পা- ৭,০৭০ রান
এমএস ধোনি- ৬, ৯৮৫ রান

আরও পড়ুন: Dwayne Bravo, IPL 2022: মালিঙ্গার নাম মুছে আইপিএল ইতিহাস লেখার অপেক্ষায় 'ডিজে ব্র্যাভো'

আরও পড়ুনIPL 2022: আইপিএলের মাঝ পথেই অবসর ঘোষণা করতে পারেন এই কিংবদন্তি!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.