IPL 2022: MS Dhoni-র সামনেই সজোরে হেলিকপ্টার শট মারলেন Mohammed Siraj, ভিডিও ভাইরাল

বোলার হিসাবে যদিও দিনটা সিরাজের ছিল না। চার ওভারে ৩৭ রান দেন তিনি। কোনও উইকেট পাননি।   

Updated By: Apr 13, 2022, 03:10 PM IST
IPL 2022: MS Dhoni-র সামনেই সজোরে হেলিকপ্টার শট মারলেন Mohammed Siraj, ভিডিও ভাইরাল
ধোনির সামনে সিরাজের 'হেলিকপ্টার শট' মারার সেই মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট বিশ্বের কাছে 'হেলিকপ্টার শট'কে (Helicopter Shot) জনপ্রিয় করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই 'ক্যাপ্টেন কুল'-এর সামনে সেই 'হেলিকপ্টার শট' মারলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। উইকেটের পিছনে দাঁড়িয়ে দেখলেন সেটা দেখলেন এই শটের জনক। স্বভাবতই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই সিরাজের এই শট ভাইরাল হয়ে গেল। 

মঙ্গলবার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) খেলা চলার সময় এই ব্যাপারটা সবার সামনে আসে। সিএসকে-এর ২১৬ রান তাড়া করতে গিয়ে আরসিবি-র ইনিংস ৯ উইকেটে ১৯৩ রানে থেমে যায়। ১৬ তম ওভারে আকাশ দীপ আউট হওয়ার পরে ক্রিজে আসেন সিরাজ। ১১ বলে ১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। মারেন তিনটি চার। তবে ইনিংসের শেষ বলে তাঁর বাউন্ডারি নিয়েই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। ধোনির সামনেই ডোয়েন ব্রাভোর বলে 'হেলিকপ্টার শট' মারেন সিরাজ। 

বোলার হিসাবে যদিও দিনটা সিরাজের ছিল না। চার ওভারে ৩৭ রান দেন তিনি। কোনও উইকেট পাননি। দিনের শেষে এই 'হেলিকপ্টার শট' মেরে আরসিবির হারের ব্যবধান কিছুটা কমান তিনি। দেখা গিয়েছে, শটটি মেরে ধোনির দিকেই তাকিয়ে রয়েছেন সিরাজ। সেই মুহূর্ত উঠে এসেছে নেটিজেনদের চর্চায়।  

আরও পড়ুন: Harbhajan Singh: বিশ্বকাপ যদি শুধু MS Dhoni জেতায় তাহলে বাকিরা কি লস্যি খেতে গিয়েছিল! ভাজ্জির বিস্ফোরণ

আরও পড়ুন: IPL 2022, RCBvsCSK: Faf du Plessis, Virat Kohli-র দল কেন কালো আর্মি ব্যান্ড বেঁধে মাঠে নামল?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.