IPL 2022 Mega Auction: দু'দিন ধরে চলবে মেগা নিলাম, জানা গেল দিনক্ষণ ও ভেন্যু

আগামী মরশুমের মেগা নিলামের আগে আটটি ফ্র্য়াঞ্চাইজি নিজেদের রিটেনশন (অর্থাৎ ক্রিকেটার ধরে রাখা) তালিকা জানিয়ে দিয়েছে গত নভেম্বরে। 

Updated By: Dec 22, 2021, 07:34 PM IST
IPL 2022 Mega Auction: দু'দিন ধরে চলবে মেগা নিলাম, জানা গেল দিনক্ষণ ও ভেন্যু
আইপিএল মেগা নিলাম চলবে দুই দিন ধরে

নিজস্ব প্রতিবেদন: আর ৮ দল নয়, আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ ফের দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবার। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। আগামী বছর আইপিএলে হবে মেগা নিলাম। দু'দিন ধরে চলবে নিলাম। জানা গেল দিনক্ষণ। বিসিসিআই-এর এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন. " ভারতে কোভিড পরিস্থিতি যদি অত্যন্ত খারাপ না হয়, তাহলে আইপিএলের মেগা নিলাম এই দেশেই হবে। দুই দিনের নিলাম অনুষ্ঠান হবে ফেব্রুয়ারির ৭ এবং ৮। আমাদের পরিকল্পনা রয়েছে বেঙ্গালুরুতে এই ইভেন্ট আয়োজন করার।" আগামী মরশুমের মেগা নিলামের আগে আটটি ফ্র্য়াঞ্চাইজি নিজেদের রিটেনশন (অর্থাৎ ক্রিকেটার ধরে রাখা) তালিকা জানিয়ে দিয়েছে গত নভেম্বরে। রিটেনশনের ক্ষেত্রে অধিকাংশ দলই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি মহাতারকাকেও রিটেন করেছে। একবার দেখে নিন সেই তালিকাও। 

আরও পড়ুন: Virat Kohli: চাপে থাকা কোহলির সঙ্গে 'মাইন্ড গেম' শুরু দক্ষিণ আফ্রিকার

কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৫ কোটি), ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বী শ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি) 
পঞ্জাব কিংস: ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.