IPL 2022: কত নম্বরে ব্যাট করবেন Andre Russell? কবে মাঠে নামবেন Pat Cummins? জানালেন Brendon Maccullam
রাসেল নিজেও প্রত্যেক মরসুমে একাধিকবার বলেছেন যে, তিনি ওপরের দিকে ব্যাট করতে চান। এমনকী, দীনেশ কার্তিক অধিনায়ক থাকাকালীন বিস্তর জলঘোলাও হয়েছিল যে, কেন সাত নম্বরে ব্যাট করতে নামানো হচ্ছে রাসেলকে।
নিজস্ব প্রতিবেদন: ফর্মে থাকলে তিনি কতটা শক্তিশালী সেটা পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধেই টের পাইয়ে দিয়েছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সেই ম্যাচে ৩১ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। স্ট্রাইক রেট? ২২৫.৮। আর তাই 'দ্রে রাস'কে আরও আগে ব্যাট করতে দেখার দাবি জরালো হয়ে উঠেছে।
ব্য়াটিং অর্ডারের ছয় নম্বরে নেমে রাসেলের আগ্রাসী ইনিংস দেখার পর থেকে কেকেআর (KKR) ভক্তরা দাবি তুলছেন, এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে আরও উপরের দিকে ব্যাট করতে নামানো দাবি উঠে গিয়েছে। রাসেল নিজেও প্রত্যেক মরসুমে একাধিকবার বলেছেন যে, তিনি ওপরের দিকে ব্যাট করতে চান। এমনকী, দীনেশ কার্তিক অধিনায়ক থাকাকালীন বিস্তর জলঘোলাও হয়েছিল যে, কেন সাত নম্বরে ব্যাট করতে নামানো হচ্ছে রাসেলকে। এ বার 'দ্রে রাস'-এর ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্য়াকালাম (Brendon Maccullam)। তবে সরাসরি কোনও উত্তর দেননি।
তিনি বলেছেন, "আমরা রাসেলকে অন্যভাবে ব্যবহার করার পরিকল্পনা করেছি। ওর শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছি। রাসেল প্রকৃত ম্যাচ উইনার। আমাদের দলে আরও কয়েকজন এমন কয়েকজন ক্রিকেটার আছে যারা ওকে সাহায্য করতে পারে। এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত মতোই এগোচ্ছি। যদি দেখা যায় তাতে কাজ হচ্ছে না তখন রাসেলকে নিয়ে অন্য পরিকল্পনা করতে হবে। আশা করছি আমাদের পরিকল্পনা কাজে দেবে। ও কোথায় ব্যাট করে স্বস্তি পাচ্ছে সেটাও দেখতে হবে।"
এ দিকে নাইটদের জন্য সুখবর হল পাকিস্তান সিরিজ শেষ হতেই মুম্বইয়ে পৌঁছে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। তিনদিনের বাধ্যতামূলক নিভৃতবাসের পর্ব কাটাচ্ছেন এই জোরে বোলার। এ দিকে বুধবার ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। সেই ম্য়াচে কি পাওয়া যাবে অজি স্পিডস্টারকে?
ম্য়াকালাম যোগ করলেন, "প্যাট কামিন্সকে পাওয়া যাবে। আমাদের কাছে সেটা দারুণ খবর। তবে প্যাট দলে যোগ দেওয়ার জন্য আমাদের প্রথম একাদশ বেছে নিতে সমস্যা হবে।"
চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছিল কেকেআর। এরপর দ্বিতীয় ম্যাচে আরসিবি-র কাছে তিন উইকেটে হেরে যায় শ্রেয়স আইয়ারের দল। তবে গত ম্যাচে রাসেলের ব্যাটিংয়ের উপর ভর করে পঞ্জাবকে ছয় উইকেটে হারিয়ে মাঠ ছাড়ে কেকেআর।
আরও পড়ুন: ICC Women's World Cup: বিশ্বকাপ জয়ী দম্পতি Mitchell Starc, Alyssa Healy-র গল্প