IPL 2022, Mohammad Nabi: অনন্য টি-২০ ইতিহাসের সামনে নাইটদের এই আফগান অলরাউন্ডার

আর মাত্র চারটি রান প্রয়োজন কেকেআরের (KKR) আফগান অলরাউন্ডার মহম্মদ নবির (Mohammad Nabi)

Updated By: Mar 24, 2022, 06:49 PM IST
IPL 2022, Mohammad Nabi: অনন্য টি-২০ ইতিহাসের সামনে নাইটদের এই আফগান অলরাউন্ডার

নিজস্ব প্রতিবেদন: আগামী ২৬ মার্চ পনেরোতম আইপিএলের (IPL 2022) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর এই ম্য়াচে অনন্য টি-২০ ইতিহাসের সামনে দাঁড়িয়ে মহম্মদ নবি (Mohammad Nabi)। 

কেকেআরের (KKR) আফগান অলরাউন্ডার যদি চেন্নাই-কলকাতা ম্যাচের প্রথম একাদশে থাকেন এবং ব্যাট করার সুযোগ পান, তাহলে মাত্র চারটি রান করতে পারলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসাবে নবি অনন্য কীর্তি স্থাপন করবেন। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নবির ৫০০০ রান করার পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হয়ে যাবেন। 

টি-২০ ক্রিকেটে মাত্র চারজন ক্রিকেটারের ৫০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেট রয়েছে। তাঁরা হলেন-কায়রন পোলার্ড (Kieron Pollard), শাকিব আল হাসান (Shakib Al Hasan), আন্দ্রে রাসেল (Andre Russell) ও ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)

 
কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)- ১১,৪২৭ রান, ৩০৪ উইকেট
ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ)- ৬১৪৭ রান, ৫৭১ উইকেট
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৫৭৪ রান, ৩৫৪ উইকেট
শাকিব আল হাসান (বাংলাদেশ)- ৫৮৭২ রান, ৪১৬ উইকেট
মহম্মদ নবি (আফগানিস্তান)- ৪৯৯৬ রান, ৩০২ উইকেট

আরও পড়ুন: IPL 2022, Ravindra Jadeja: সিএসকে-র নতুন অধিনায়ককে নিয়ে কী বলছেন বাইশ গজের মহারথীরা?

আরও পড়ুনIPL 2022: কার মাথায় উঠবে Orange Cap? কে পাবেন Purple Cap? ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.