IPL 2022, GT vs LSG: Hardik-এর বিরুদ্ধে নামার আগে ভাইকে বিশেষ বার্তা দিলেন Krunal Pandya

গত ২৮ মার্চ কে এল রাহুলের দলকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল গুজরাত। সেই ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহম্মদ শামি।   

Updated By: May 10, 2022, 03:36 PM IST
IPL 2022, GT vs LSG: Hardik-এর বিরুদ্ধে নামার আগে ভাইকে বিশেষ বার্তা দিলেন Krunal Pandya
দুই ভাইয়ের ব্যাট-বলের যুদ্ধ নিয়ে আগ্রহ তুঙ্গে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই দুই দল প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে। তবুও এক ও দুই নম্বরের জমজমাটি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এমন অবস্থায় ভাই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) বিশেষ বার্তা দিলেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। মঙ্গলবার শীর্ষে থাকা লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ফের একবার মাঠে নামবে লিগ টেবিলের সেকেন্ড বয় গুজরাত টাইটান্স (Gujarat Titans)। বাইশ গজের যুদ্ধে মুখোমুখি হওয়ার আগে হার্দিকের ছেলে অগস্থ্যর দুটি টুইটারে পোস্ট করলেন ক্রুনাল। 

ছবিতে দেখা যাচ্ছে যে হার্দিকের ছেলে ওর কাকুর দল লখনউয়ের জার্সি গায়ে চাপিয়ে বহাল তবিয়তে রয়েছে। লখনউয়ের অলরাউন্ডার লিখেছেন, 'আমি আমার লাকি চার্মকে পেয়ে গিয়েছি।' 

চলতি আইপিএল-এ (IPL 2022) দারুণ ছন্দে রয়েছে এই দুই নতুন দল। কে এল রাহুল (KL Rahul) ও হার্দিকের নেতৃত্বে সবাইকে ছাপিয়ে গিয়েছে লখনউ ও গুজরাত। ১১ ম্যাচে আটটি জয় ও তিনটি হার হজম করেও ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লখনউ। অন্যদিকে সম সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেলেও দুই নম্বরে রয়েছে গুজরাত। রান রেটের বিচারে কিছুটা পিছিয়ে রয়েছে রাশিদ খান (Rashid Khan), ঋদ্ধিমান সাহা-রা (Wriddhiman Saha)। 

তবে হার্দিকরা লখনউ থেকে পিছিয়ে থাকলেও তাদের জন্যও ইতিবাচক দিক রয়েছে। গত ২৮ মার্চ কে এল রাহুলের দলকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল গুজরাত। সেই ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। 

এ বার ফিরতি লড়াইয়ে ক্রুনাল তাঁর ভাই হার্দিকের বিরুদ্ধে শেষ হাসি হাসেন কিনা সেটাই দেখার। 

আরও পড়ুন: Jasprit Bumrah, IPL 2022: পাঁচ উইকেট নিয়ে নিন্দুকদের উড়িয়ে দিলেন Mumbai Indians-এর তারকা পেসার

আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2022: Mumbai-কে হারানোর পরেও কী বলে বোমা ফাটালেন KKR অধিনায়ক? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.