IPL 2021, MI vs KXIP: অলরাউন্ড পারফরম্যান্স করে Punjab-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল Mumbai

অনেকদিন পর হার্দিককে পুরোনো মেজাজে দেখা গেল।

Updated By: Sep 28, 2021, 11:52 PM IST
IPL 2021, MI vs KXIP: অলরাউন্ড পারফরম্যান্স করে Punjab-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল Mumbai
মরণ-বাঁচন ম্যাচ জেতার পর হার্দিককে অভিনন্দন জানাচ্ছেন পোলার্ড। ছবি - আইপিএল

নিজস্ব প্রতিবেদন: অবশেষে এল জয়। অলরাউন্ড পারফরম্যান্স বজায় রেখে পঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় বল বাকি থাকতে ৬ রানে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary)। 

এই জয়ের ফলে প্লে-অফে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল মুম্বই। এই মুহূর্তে ১১ ম্যাচে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, এই হারের ফলে প্লে-অফের অঙ্ক জটিল হল পঞ্জাবের জন্য। কে এল রাহুলের (KL Rahul) দলের সংগ্রহ ১১ ম্যাচে ৮ পয়েন্ট।

 

আবু ধাবিতে মরণ-বাঁচন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন মুম্বই পেসাররা। ফলে ৬ উইকেটে মাত্র ১৩৫ রানে আটকে যায় পঞ্জাব। মার্কারাম করেন ৪২ রান। শেষদিকে দীপক হুদা করেন ২৮ রান। কায়রন পোলার্ড (Kieron Pollard) ৮ রানে ২ ও  জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ২৪ রানে ২ উইকেট নেন।  

আরও পড়ুন: '83,' Yaspal Sharma: Ranveer Singh-এর '83' নিয়ে উন্মাদনা থাকলেও, যশকে নিয়ে আবেগতাড়িত 'Kapils Devils'

তবে কম রান তাড়া করতে নামলেও মুম্বই ভাল শুরু করেনি। দলের রান যখন ১৬, তখন সাজঘরে ফিরে যান রোহিত ও সূর্যকুমার যাদব। ২৭ রান করেন কুইন্টন ডি’কক। একটা সময় ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। তবে এরপর পাল্টা লড়াই চালিয়ে দলের হাল ধরেন সৌরভ ও হার্দিক। ঝাড়খণ্ডের বাঁহাতি ৩৭ বলে ৪৫ রান করেন। মারলেন ৩টি চার ও ২টি ছয়। অনেকদিন পর হার্দিককে পুরোনো মেজাজে দেখা গেল। দ্রুত গতিতে ৩০ বলে ৪০ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। মারলেন ৪টি চার ও ২টি ছয়। পোলার্ড মাত্র ৭ বলে ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন।

চাপের মুখে মুম্বই সেরা পারফরম্যান্স করে। এই জয়ের পর পাঁচ নম্বরে উঠে এল গতবারের বিজয়ী দল। শেষদিকে কি মুম্বই কামব্যাক করতে পারবে? এখন সেটাই দেখার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.