IPL 2021, PBKS vs KKR: দুরন্ত বোলিংয়ে পঞ্জাবকে ১২৩ রানে বেঁধে রাখল কলকাতা

এই রান তাড়া করে কলকাতার জেতা উচিত৷ একথা বলাই যায়৷ 

Updated By: Apr 26, 2021, 09:26 PM IST
IPL 2021, PBKS vs KKR: দুরন্ত বোলিংয়ে পঞ্জাবকে ১২৩ রানে বেঁধে রাখল কলকাতা

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে দুরন্ত বোলিং করল কলকাতা নাইট রাইডার্স (KKR)৷ সোমবার মোতেরায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অইন মর্গ্যান (Eoin Morgan)৷ কেএল রাহুলদের (KL Rahul) ব্যাট করতে পাঠান তিনি৷ এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতার পেস এবং স্পিনের যুগলবন্দিতে দাঁড়াতেই পারল না পঞ্জাব৷ সেভাবে তৈরি হলো না কোনও পার্টনারশিপ৷ ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানে থেমে গেল রাহুল অ্য়ান্ড কোং।

এদিন পঞ্জাবের সর্বোচ্চ স্কোরার ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)৷ ৩১ রান করেন তিনি৷ এরপর আটে নামা ক্রিস জর্ডন করেন গুরুত্বপূর্ণ ৩০টি রান৷ তাঁরা রান না করলে পঞ্জাবের এই রান ওঠা নিয়েও সন্দেহ থেকে যেত! ময়াঙ্ক-জর্ডন বাদ দিয়ে পঞ্জাবের আর কোনও ব্যাটসম্যানই এদিন ২০-র গণ্ডী টপকাতে পারলেন না৷ সকলেই অনূর্ধ্ব-২০৷

আরও পড়ুন: IPL 2021: 'ভারতে মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না! কীভাবে এত টাকা খরচ করছে ফ্র্যাঞ্চাইজিগুলি ও সরকার?'

কলাকাতার হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দিলেন প্যাট কামিন্স (Pat Cummins), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও সুনীল নারিন (Sunil Narine)৷ প্রসিদ্ধ একাই নেন ৩ উইকেট৷ কামিন্স-নারিন ২টি করে উইকেট পেলেন৷ শিবম মাভি ও বরুণ চক্রবর্তী পেলেন একটি করে উইকেট৷ এই রান তাড়া করে কলকাতার জেতা উচিত৷ একথা বলাই যায়৷ সম্ভবত কলকাতা চার ম্যাচ হারের পর আজ জয়ের মুখ দেখতে চলেছে৷ কারণ ১২৪ কোনও টার্গেট নয় এই ফর্ম্যাটে৷ 

.