IPL 2021: জয়ের আনন্দে Virat Kohli-কে নকল করে কী বললেন AB de Villiers?

মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর সতীর্থদের প্রশংসা করলেন বিরাট কোহলি।    

Updated By: Sep 27, 2021, 03:39 PM IST
IPL 2021: জয়ের আনন্দে Virat Kohli-কে নকল করে কী বললেন AB de Villiers?
বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব অটুট। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: লাগাতার হারের পর অবশেষে এল জয়। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৫৪ রানে হারিয়ে যেন স্বস্তি ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) শিবিরে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আরসিবি। ফলে এই জয়ের পর আরসিবি-র প্লে-অফে যাওয়ার আশা এখনও বেঁচে আছে। রোহিত শর্মার (Rohit Sharma) দলকে হারানোর পরেই বিরাট কোহলিকে (Virat Kohli) নকল করলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের খুনসুটি দেখে তখন সাজঘরে সবাই হেসে লুটোপুটি খাচ্ছে। 

আরসিবি-র ট্যুইটারে দেওয়া সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সেখানে খেলার শেষে সাজঘরে ফিরে কোহলিকে নকল করে ডিভিলিয়ার্স বলে ওঠেন, 'স্টেই কাম গাইস। ইটস জাস্ট ওয়ান গেম।' পুরোনো বন্ধু ডিভিলিয়ার্সের এমন মজা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দলের অধিনায়ক। 

আরও পড়ুন: IPL 2021: ম্যাচ হেরে ভেঙে পড়েন ঈশান, বুকে টেনে সান্ত্বনা বিরাটের, ভাইরাল ভিডিও

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ৩৭ বলে ৫৬ রান করার পর ২৩ রানে ২ উইকেট নেন। রান তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ১১ রানে ৩ উইকেট নেওয়ার পর হর্ষল প্যাটেল (Harshal Patel) ১৭ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্র্রিক করলেন। তাই দলের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সতীর্থদের উপর সন্তুষ্ট কোহলি। 

 

ম্যাচের শেষে কোহলি বলেন, 'দলের এই পারফরম্যান্সের জন্য সবার উপর গর্বিত। মুম্বইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স করে জেতা মোটেও সহজ নয়। তবে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। কঠিন পরিশ্রম করেছে। তাই এমন দাপুটে জয় পেলাম।' 
 
দলের বাকিদের প্রশংসা করার সঙ্গে তরুণ উইকেটকিপার কোনা শিখর ভরতকে (Srikar Bharat) আলাদাভাবে তারিফ করলেন আরসিবি সেনাপতি। কোহলি শেষে যোগ করেন, 'একটা জয়ের জন্য ছোট ছোট অবদানই বড় হয়ে দাঁড়ায়। এই ম্যাচেও সেটাই হল। কোনা ভরত যেভাবে বিপক্ষের বোলারদের আক্রমণ করল সেটা দেখার মতো। দলকে এগিয়ে যেতে হলে এমন তরুণ রক্তের দরকার।' 

প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্য বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে কোহলির দল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.