Olympics: দেওয়ালে কান পেতে সঙ্গমের আওয়াজ শুনতেন এই সোনা জয়ী অলিম্পিয়ান!

অলিম্পিক্সের মধ্যে নারী-পুরুষের মিলনের খেলা চলে কখনও প্রকাশ্যে তো কখনও গোপনেও! 

Updated By: Sep 27, 2021, 05:06 PM IST
Olympics: দেওয়ালে কান পেতে সঙ্গমের আওয়াজ শুনতেন এই সোনা জয়ী অলিম্পিয়ান!

নিজস্ব প্রতিবেদন: 'গ্রেটেস্ট শো অন আর্থ' বলা হয় অলিম্পিক্সকে। মাল্টি স্পোর্টস ইভেন্টে বিশ্বের সবচেয়ে বড় আসরে 'সেক্স' নাকি অবিচ্ছেদ্য অঙ্গ! অনেকে মনে করেন সেক্স ছাড়া অলিম্পিক্স অসম্পূর্ণ। অলিম্পিক্সের মধ্যে নারী-পুরুষের মিলনের খেলা চলে কখনও প্রকাশ্যে তো কখনও গোপনেও! সে ব্যাপারে একাধিক অলিম্পিয়ান অতীতে মুখ খুলেছেন। 

এবার এক সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা শোনালেন ডেনিস লুইস (Denise Lewis)। ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিক্সে হেপ্টাথলনে সোনা জিতেছিলেন গ্রেট ব্রিটেনের অ্যাথলিট। তিনি এক ব্রিটিশ টেলিভিশন শো 'আ লিগ ওফ দেয়ার ওন'-এ এসে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ডেনিস জানিয়েছেন যে, সিডনি গেমসে ভিলেজে একাকীত্ব কাটাতে তিনি দেওয়ালে কান পেতে অন্যের সঙ্গমের আওয়াজ শুনতেন! ডেনিস বলেন, "আমরা গেমস ভিলেজে একঘেয়েমি কাটাতে চেয়েছিলাম। হঠাৎই একটা ফোন পাই। জানতে পারি যে, পাশের ঘরে কেউ সেক্স করছে। আমরা তখন দেওয়ালে কান পেতে সঙ্গমের আওয়াজ শুনেছিলাম।"

আরও পড়ুন: Moeen Ali retires from Test cricket: সাদা জার্সি তুলে রাখলেন মঈন আলি

নিরাপদ যৌনতা অর্থাৎ 'সেফ সেক্স' ও এইচআইভি প্রতিরোধের সচেতনা বাড়ানোর লক্ষ্য থাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও। সেই ১৯৮৮ সালে সিওল অলিম্পিক্সে বিনামূল্যে ৮৫০০ কন্ডোম বিতরণ করা হয়েছিল। সঙ্গমের ঠেলায় সিডনি অলিম্পিক্সে কন্ডোম রীতিমতো কম পড়ে গিয়েছিল। আয়োজকরা প্রথমে ৭০ হাজার কন্ডোম আনান। পরে কম পড়ে যাওয়ায় আরও ২০ হাজার কন্ডোম আনতে হয়েছিল। রিওতে রেকর্ড ৪ লক্ষ ৫০ হাজার কন্ডোম দেওয়া হয়েছিল তবে, টোকিও অলিম্পিক্সে দেড় লক্ষ কন্ডোম দেওয়ার কথা ভেবেছেন আয়োজকরা। কন্ডোম বিতরণের পরিসংখ্যানই বলে দেয় যে, অলিম্পিক্সের সঙ্গে সেক্স জুড়েই রয়েছে। একথা বলাই যায় যে, অলিম্পিক্স ও সেক্স হাত ধরাধরি করেই চলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.