IPL 2020: ঋদ্ধি-রশিদের দাপটে দিল্লি বধ হায়দরাবাদের; প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল ওয়ার্নাররা
ব্যাটিং করার সময় কুচকিতে চোট পাওয়ায় এদিন কিপিং করেননি ঋদ্ধিমান।
নিজস্ব প্রতিবেদন: শর্ত ছিল আইপিএলের প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে দিল্লিকে হারাতেই হবে। আর সেই শর্ত মেনে ৮৮ রানের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে লড়াইয়ে টিকে থাকল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ঋদ্ধিমান সাহা, ডেভিড ওয়ার্নার আর মনীশ পান্ডের ঝোড়ো ইনিংসে স্কোরবোর্ডে ২০০-র বেশি রান তোলে হায়দরাবাদ। আর বল হাতে রশিদের ভেলকি। তাতেই দিল্লি বধ হায়দরাবাদের।
A well deserved victory for @SunRisers as they win by 88 runs.#Dream11IPL pic.twitter.com/PqlaF6IolV
— IndianPremierLeague (@IPL) October 27, 2020
এদিন টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিলি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ঝড়ের গতিতে রান তুলতে থাকেন ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহা। ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। আর ৪৫ বলে ৮৭ রান করেন ঋদ্ধি। ১৩ রানের জন্য সেঞ্চুরি পেলেন না পাপালি। আর ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন মানীশ পান্ডে। ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে হায়দরাবাদ ২১৯ রান তোলে।
২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। ঋষভ পন্থ ৩৬, আজিঙ্কা রাহানে ২৬ আর তুষার দেশপান্ডে ২০ রানে অপরাজিত থাকেন। বল হাতে ভেলকি দেখালেন রশিদ খান । ৪ ওভারে ৭ রান দিয়ে নিলেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং টি নটরাজন। ১৯ ওভারেই ১৩১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লিকে ৮৮ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং করার সময় কুচকিতে চোট পাওয়ায় এদিন কিপিং করেননি ঋদ্ধিমান।
আরও পড়ুন -জাতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন, কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী