৬ নয় ৭ এপ্রিল আইপিএলের উদ্বোধন হবে ওয়াংখেড়েতে

  একাদশ আইপিএলের জমকালো উদ্বোধনে বাধ সাধল কমিটি অফ অ্যাডমিনিস্ট্র্যাটর (সিওএ)। আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রস্তাবকে কার্যত একধাক্কায় ডাগ আউটে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ।

Updated By: Mar 5, 2018, 06:44 PM IST
৬ নয় ৭ এপ্রিল আইপিএলের উদ্বোধন হবে ওয়াংখেড়েতে

নিজস্ব প্রতিবেদন :  একাদশ আইপিএলের জমকালো উদ্বোধনে বাধ সাধল কমিটি অফ অ্যাডমিনিস্ট্র্যাটর (সিওএ)। আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রস্তাবকে কার্যত একধাক্কায় ডাগ আউটে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ।

সূচি অনুযায়ী, ৬ এপ্রিল ব্র্যাবোন স্টেডিয়ামে একাদশ আইপিএলের গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ড সূত্রে খবর, ৭ এপ্রিল হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে ওয়াংখেড়েতে হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন- ফিকরু ফিরছেন কলকাতায়

শুধু আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ভেনু ও তারিখ পরিবর্তনই নয়, উদ্বোধনী অনুষ্ঠানের বাজেটও কমিয়ে দিয়েছে সিওএ। আইপিএল গভর্নিং কাউন্সিল প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৫০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছিল। কিন্তু, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর এক ধাক্কায় ২০ কোটি টাকা কমিয়ে ৩০ কোটি টাকার মধ্যে খরচের পরিমাণ বেঁধে রাখার নির্দেশ দিয়েছে। ৬ এপ্রিলের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় পপ তারকাকে এনে চমক দিতে চেয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। সিওএ-র ধাক্কায় এখন ওয়াংখেড়েতে প্রশ্নের মুখে সেই পপ অনুষ্ঠান। 

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.