সানরাইজার্সের নতুন নেতা কেন উইলিয়ামসন
অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভারতের শিখর ধাওয়ান। লড়াইয়ে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল-হাসানও।
![সানরাইজার্সের নতুন নেতা কেন উইলিয়ামসন সানরাইজার্সের নতুন নেতা কেন উইলিয়ামসন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/29/115608-kane.jpg)
নিজস্ব প্রতিবেদন : এবারের আইপিএলে ভারতীয় ক্যাপ্টেনদের রমরমা। সেখানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে তাদের নতুন অধিনায়ক বেছে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
কেপ টাউনে বল বিকৃতি-কাণ্ডে দোষী অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে এক বছর নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের আইপিএলেও তিনি নির্বাসিত জানিয়ে দিয়েছে বিসিসিআই। তার আগেই অবশ্য বুধবার সানরাইজার্সের নেতৃত্ব ছেড়ে দেন ওয়ার্নার। তখনই হায়দরাবাদের নতুন নেতা কে হবেন ? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ভারতের শিখর ধাওয়ান। লড়াইয়ে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল-হাসানও। কিন্তু ভারতীয় ক্রিকেটের 'গব্বর'কে পিছনে ফেলে দিলেন কিউই অধিনায়ক কেন উইলিমসন। ২০১৮ সালের আইপিএলে অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে বেছে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
Kane Williamson has been appointed as captain of SunRisers Hyderabad for IPL 2018. pic.twitter.com/b5SMK8086U
— SunRisers Hyderabad (@SunRisers) March 29, 2018
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের নামার আগে হায়দরাবাদের নতুন নেতা কেন জানান, "আমি এই মরসুমে সানরাইজার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছি। একঝাঁক প্রতিভাবান ছেলেদেরকে নিয়ে কাজ করার ভালো সুযোগ। চ্যালেঞ্জ নিতে আমি তৈরি।"
আরও পড়ুন- এবার মাদাম তুসোঁয় বিরাট কোহলি