'ওদের ক্ষমা করে দাও!'
বল বিকৃতি কাণ্ডে দোষী তিন ক্রিকেটারের মানসিক অবস্থা নিয়ে বেশি চিন্তিত অজি কোচ লেম্যান।
নিজস্ব প্রতিবেদন : বল বিকৃতি কাণ্ডে অবশেষে নিরবতা ভাঙলেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান। সেই সঙ্গে গোটা ঘটনার জন্য অগণিত ক্রিকেটভক্তের কাছে ক্ষমা চাইলেন তিনি। পাশাপাশি স্মিথ-ওয়ার্নারদের 'দ্বিতীয় সুযোগ' দেওয়ার অনুরোধ লেম্যানের গলায়।
বল বিকৃতি কাণ্ডে দোষী তিন ক্রিকেটারের মানসিক অবস্থা নিয়ে বেশি চিন্তিত অজি কোচ লেম্যান। তিনি জানান," বল বিকৃতি কাণ্ডে দোষী সকলেই কড়া শাস্তি পেয়েছে। জানি ওরা মারাত্মক ভুল করেছে, কিন্তু ওরা খারাপ মানুষ নয়। ওদের কোচ হিসেবে আমি চিন্তিত। ওদের এবং ওদের পরিবারের জন্য খারাপ লাগছে। ওদের ক্ষমা করে দাও।"
Darren Lehmann issued an emotional apology in his first opportunity to speak to the media since the start of the ball tampering scandal pic.twitter.com/xg1jlpbeo1
— cricket.com.au (@CricketAus) March 28, 2018
কিছুটা আবেগপ্রবণ হয়ে লেম্যান বলেন, "মানবিকতার দিক থেকে বলছি, সবাই যেমন ভুল করে, ওরাও তাই করেছে। আমিও অতীতে ভুল করেছি। আশা করব মানুষ ওদের দ্বিতীয় সুযোগ দেবে। ওদের ভালো থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন - বল বিকৃতি কাণ্ডে ক্ষমা চাইলেন ওয়ার্নার
অস্ট্রেলিয়া ক্রিকেটের ভাবমূর্তি ফেরাতে তত্পর লেম্যান জানান, " জানি, আমরা বহু মানুষের আবেগে আঘাত করেছি। আমরা সত্যিই লজ্জিত। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমরা যেভাবে খেলি, এবার সেটা বদলানো দরকার। সমর্থকদের আস্থা ফেরাতে আমাদের অনেক কষ্ট করতে হবে। "
"We need to change how we play"
Darren Lehmann says the Aussies may take a lead out of the @BLACKCAPS book heading into the future https://t.co/1nmvlL8sIr
— cricket.com.au (@CricketAus) March 28, 2018