নাইটদের বিরুদ্ধে নামার আগে গুজরাটের সিংহদের বড় দুর্বল দেখাচ্ছে

আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং গতবারই প্রথম আইপিএলে উঠে আসা গুজরাট লায়ন্স। এই মুহূর্তে পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে লিগ টেবলের দু'নম্বর পজিশনে রয়েছে গৌতম গম্ভীরের দল। অন্যদিকে খুবই খারাপ অবস্থায় সুরেশ রায়নার গুজরাট। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়ে গুজরাটের সিংহরা লিগ টেবলের একেবারে শেষে। কলকাতা নাইট রাইডার্স কোনও একজনের উপর নির্ভর করে নেই। ক্রিস লিন ওরকম দুর্দান্ত শুরু করেও চোট পেয়ে মাঠের বাইরে। নাইটদের কোনও সমস্যাই হচ্ছে না। ক্যাপ্টেন গম্ভীর রানের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে কখনও জেতাচ্ছেন মণীশ পাণ্ডে, কখনও বা ইউসুফ পাঠান। কোনওদিন ঝোড়ো ব্যাটিং করে দিচ্ছেন সুনীল নারিনও। এছাড়াও নাইটদের স্পিনার ত্রয়ী কূলদীপ যদাব, ইউসুফ পাঠান এবং সুনীল নারিনকে সামলানো দায় হয়ে যাচ্ছে বাকিদের কাছে।

Updated By: Apr 21, 2017, 02:05 PM IST
নাইটদের বিরুদ্ধে নামার আগে গুজরাটের সিংহদের বড় দুর্বল দেখাচ্ছে

ওয়েব ডেস্ক: আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং গতবারই প্রথম আইপিএলে উঠে আসা গুজরাট লায়ন্স। এই মুহূর্তে পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে লিগ টেবলের দু'নম্বর পজিশনে রয়েছে গৌতম গম্ভীরের দল। অন্যদিকে খুবই খারাপ অবস্থায় সুরেশ রায়নার গুজরাট। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়ে গুজরাটের সিংহরা লিগ টেবলের একেবারে শেষে। কলকাতা নাইট রাইডার্স কোনও একজনের উপর নির্ভর করে নেই। ক্রিস লিন ওরকম দুর্দান্ত শুরু করেও চোট পেয়ে মাঠের বাইরে। নাইটদের কোনও সমস্যাই হচ্ছে না। ক্যাপ্টেন গম্ভীর রানের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে কখনও জেতাচ্ছেন মণীশ পাণ্ডে, কখনও বা ইউসুফ পাঠান। কোনওদিন ঝোড়ো ব্যাটিং করে দিচ্ছেন সুনীল নারিনও। এছাড়াও নাইটদের স্পিনার ত্রয়ী কূলদীপ যদাব, ইউসুফ পাঠান এবং সুনীল নারিনকে সামলানো দায় হয়ে যাচ্ছে বাকিদের কাছে।

আরও পড়ুন দশম আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া, এখনও আউটই হননি!

উল্টোদিকে খাতায় কলমে দারুণ দল হওয়া সত্ত্বেও, খুবই খারাপ পারফরম্যান্স গুজরাট লায়ন্সের। দলের কোনও স্পিন শক্তিই যেন নেই। অ্যারন ফিঞ্চ এবং ডোয়েন স্মিথ এখনও পর্যন্ত এমন কোনও পারফরম্যান্স করেননি, যাতে দল ম্যাচ জেতে। আইপিএলের বাদশা সুরেশ রায়নাও এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবমিলিয়ে বেশ বেকায়দায় থেকেই শক্তিশালী নাইটদের বিরুদ্ধে নামতে হবে গুজরাটের সিংহদের।

আরও পড়ুন  আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেও প্রতিবন্ধী বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন বিরাট

.