ফুটবলেও ‘থার্ড আম্পায়ারিং’

বিশ্বকাপে এই প্রথম ভিডিও দেখে রেফারিং করার কাজ শুরু হল... 

Updated By: Jun 11, 2018, 10:19 PM IST
ফুটবলেও ‘থার্ড আম্পায়ারিং’

নিজস্ব প্রতিবেদন: মস্কোতে শুরু হল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন এই সেন্টারেই বসবেন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিরা। ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো কাজ করবেন এই রেফারিরা। বিশ্বকাপে এই প্রথম ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সাহায্যে ম্যাচ চলাকালীন সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- বিশ্বকাপের আগে মেট্রো স্টেশনে ফুটবল আয়োজন করে চমক রাশিয়ার

রাশিয়ায় বারোটি ভেনু অথবা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ খেলা হবে। তবে এই বারোটি ভেনুর পাশাপাশি তেরোতম ভেনুটাও বেশ গুরুত্বপূর্ণ। এই ভেনুটি কোনও স্টেডিয়াম নয়, বরং এটি হল ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার। মস্কোতে ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনোর উপস্থিতিতে শুরু হল এই সেন্টারটি। ম্যাচ চলাকালীন এই সেন্টারে চারজন রেফারি বসবেন। মাঠের রেফারির পক্ষ থেকে কোনও ভুল সিদ্ধান্ত নিলে ভিডিও রেফারি সেই সিদ্ধান্তকে বদলে দিতে পারেন। এরই পাশাপাশি মাঠে রেফারিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সাহায্য করবেন ভিডিও রেফারিরা। বিশ্বকাপে এই প্রথম ভিডিও দেখে রেফারিং করার কাজ শুরু হল।

 

.