'আগামী প্রজন্মের অনুপ্রেরণা Milkha Singh,' কিংবদন্তির প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া

শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি, মমতা বন্দোপাধ্যায়সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব

Updated By: Jun 19, 2021, 07:52 AM IST
'আগামী প্রজন্মের অনুপ্রেরণা Milkha Singh,' কিংবদন্তির প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত দেশের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং (Milkha Singh)। শনিবার রাত সাড়ে ১১ টা  নাগাদ প্রয়াত হন। করোনা থেকে সুস্থ হয়েও জীবনের ট্র্যাক থেকে ছিটকে গেলেন মিলখা। ক্রীড়ামহল তো বটেই, গোটা দেশও শোকস্তব্ধ তাঁর এই রত্নকে হারিয়ে। শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতিসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। 

মিলখার সঙ্গে তাঁর সাক্ষাতের মুহূর্তের ছবি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) লেখেন, 'অগণিত দেশবাসীর মনে মিলখা জায়গা করে নিয়েছেন। দেশের প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। অনেকের আদর্শ তিনি। কিছুদিন আগেই ওঁর সঙ্গে কথা হয়েছিল। ভাবতেই পারছি না, সেই আমাদের শেষ কথোপকথন ছিল। ওঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পরিবার ও শুভাকাঙ্খীর প্রতি আমার সমবেদনা।'

'স্পোর্টিং আইকন মিলখা সিংয়ের প্রয়াণ হৃদয়বিদারক। ভারতের প্রজন্মের পর প্রজন্মকে তাঁর লড়াই, তাঁর শক্তি অনুপ্রাণিত করবে।' টুইটে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kovind)। মিলখার পরিবার ও অগণিত শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি মিলখা চারবারের এশিয়াড সোনা জয়ী দৌড়বিদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) টুইটে শোকবার্তা জ্ঞাপন করেছেন। তিনি লেখেন,'শ্রী মিলখা সিং জির প্রয়াণের খবর শুনে শোকাহত হলাম। বর্ষীয়ান ক্রীড়াবিদ আমাদের হৃদয়ে থেকে যাবেন। পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার শান্ত্বনা।' শোকবার্তা জ্ঞাপন করে রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) লেখেন, 'দেশকে সর্বদা উঁচু স্থানে রাখতেনয মিলখার জীবনী আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়। তাঁর শূন্যতা ভীষণভাবে অনুভব করা যাবে। ওঁ শান্তি।' 

মিলখার সঙ্গে ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লেখেন, ফ্লাইং শিখ মিলখা সিংয়ের মৃত্যুতে দেশ শোকাহত। ভারতের ক্রীড়াজগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে তিনি থেকে যাবেন। ওঁর পরিবার ও আপামর অনুগামীদের প্রতি সমবেদনা জানান শাহ।

১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ৪০০ মিটার ফাইনালে চার নম্বরে শেষ করেছিলেন মিলখা সিং। 'আমি আপনাকে কথা দিচ্ছি আপনার শেষ ইচ্ছা আমি পূরণ করবই', 'ফ্লাইং শিখ'এর প্রয়াণে শোকবার্তা ভারতের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju)। তিনি আরও লেখেন, 'ভারত আরও এক উজ্জ্বল নক্ষত্র হারালো। প্রত্যেক দেশবাসীকে তিনি অনুপ্রাণিত করে আসছেন এবং আগামিদিনেও করে যাবেন। ওঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা। মিলখার আত্মার শান্তি কামনা করি।'

আরও পড়ুন: ৯১ বছরে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট Milkha Singh

मैं आपसे वादा करता हूँ मिल्खा सिंह जी कि हम आपकी अंतिम इच्छा को पूरा करेंगे।
India has lost it's star. Milkha Singh Ji has left us but he will continue to inspire every Indian to shine for India. My deepest condolences to the family. I pray for his soul to rest in peace pic.twitter.com/mQVRvfozkB

— Kiren Rijiju (@KirenRijiju) June 18, 2021

একের পর এক শোকবার্তা এসেছে রাজনৈতিক নেতা-নেত্রীদের থেকে। শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং (Captain Amarinder Singh)। তিনি লিখছেন,'মিলখা সিংয়ের প্রয়াণের খবর শুনে শোকাহত। এক যুগের অবসান ঘটল। পঞ্জাব তথা ভারতকে আরও নিঃস্ব করে দিলেন। ওঁর লক্ষ লক্ষ ভক্তকে ও পরিবারের প্রতি আমার সমবেদনা। রেস্ট ইন পিস স্যার!'

 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 
 
.