INDvsWI: দর্শকশূন্য ইডেনে খেলবে Rohit Sharma-র Team India, জানিয়ে দিলেন Sourav Ganguly
কঠিন সিদ্ধান্ত নিলেন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: আহমেদাবাদে আয়োজিত একদিনের সিরিজের মতো ইডেন গার্ডেন্সের তিনটি টি-টোয়েন্টি ম্যাচও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। সেটা শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও গত ৩১ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ক্রিকেট কার্নিভ্যালকে আরও জনপ্রিয় করে তোলার জন্য ৭৫ শতাংশ দর্শক স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিয়েছিলেন।
তবে শুক্রবার বোর্ড প্রধান সৌরভ বলেন, “প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি, তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আমরা ইডেনের গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। সাধারণ দর্শকদের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না। শুধুমাত্র সিএবি কর্তা ও বিভিন্ন সংস্থাগুলির প্রতিনিধিরা ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া হবে না।“
দেশজুড়ে করোনা আতঙ্ক একেবারেই কমেনি। এর মধ্যে ভারতীয় দলের শিখর ধওয়ান,শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়-সহ বেশ কয়েক জন সাপোর্ট স্টাফ ভাইরাস হানার কবলে পড়েছেন। তাই বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।
আরও পড়ুন: IPL Auction: ক্রোড়পতি লিগের ইতিহাসে ভারতের ১০ সবচেয়ে দামি ক্রিকেটার, ছবিতে দেখে নিন
তাই মহারাজ আরও যোগ করেছেন, “আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে মাঠে দর্শক ডেকে এনে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না আমরা। আজীবন সদস্য বা সিএবির সহযোগী সদস্যদের জন্যও গ্যালারিতে কোনও টিকিটের বন্দোবস্ত থাকছে না। যদিও রাজ্য সরকারের অনুমতি রয়েছে। তা সত্ত্বেও বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।“
১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ঘরের মাঠে প্রিয় তারকাদের দেখার জন্য মুখিয়ে ছিলেন অগণিত ক্রিকেটপ্রেমী। অবশেষে রাজ্য সরকারের ঘোষণার পর থেকে সিএবি কর্তাদের থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই উচ্ছ্বসিত ছিলেন। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেটা জানিয়েও দিলেন বোর্ড প্রধান সৌরভ।