INDvsWI: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, ইডেনে তিনটি টি-টোয়েন্টি খেলবে Rohit-Viratদের Team India

তিনটি আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন গার্ডেন্স।

Updated By: Jan 22, 2022, 09:25 PM IST
INDvsWI: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর, ইডেনে তিনটি টি-টোয়েন্টি খেলবে Rohit-Viratদের Team India
ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের নন্দন কাননে কার্নিভাল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। শেষ পর্যন্ত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (INDvsWI) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হবে। দেশ জুড়ে করোনা ভাইরাসের (Covid 19) বাড়বাড়ন্তের জন্যই এমন সিদ্ধান্ত নিল বিসিসিআই। গত ১৯ জানুয়ারি এই খবর প্রকাশিত করেছিল জি ২৪ ঘণ্টা।

বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল যে, একদিনের সিরিজের তিনটি ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। সেই সিরিজ শেষ হলেই দুই দল পৌঁছে যাবে কলকাতায়। এখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। ইডেনে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: Exclusive: INDvsWI: লড়াই করে Rohit-এর Team India-র তিনটি ম্যাচ ছিনিয়ে নিল Eden Gardens

আরও পড়ুন: IPL 2022: কবে থেকে ভারতের মাটিতে ক্রোড়পতি লিগ? জানিয়ে দিলেন Jay Shah

বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে ছয় শহরে ঘুরে ম্যাচ খেলতে হলে কোভিড সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে দুই শহরে হবে ছয়টি ম্যাচ।

ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। টেস্ট সিরিজের পর প্রোটিয়াসদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এই সিরিজ শেষ করে দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে রোহিত শর্মার দল। প্রথমে হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। তারপর কায়রন পোলার্ডদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

পুরনো সূচি অনুসারে একদিনের সিরিজের যথাক্রমে আহমেদাবাদ (৬ ফেব্রুয়ারি), জয়পুর (৯ ফেব্রুয়ারি), ও কলকাতায় (১২ ফেব্রুয়ারি) আয়োজন হওয়ার কথা ছিল। অন্য দিকে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যু ছিল কটক (১৫ ফেব্রুয়ারি), বিশাখাপত্তনম (১৮ ফেব্রুয়ারি) ও তিরুঅনন্তপুরম (২০ ফেব্রুয়ারি)।

কিন্তু দেশজুড়ে কোভিডের তৃতীয় ঢেউ সব হিসেব বদলে দিয়েছে। তাই ভেন্যু কমিয়ে এখন এই সিরিজ বোর্ড সভাপতি ও সচিবের হোম গ্রাউন্ডে আয়োজন করা হবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.