INDvsWI: দ্বিতীয় ম্যাচে নামার আগে কোন ইস্যু নিয়ে চিন্তায় Rohit Sharma?
কেমন হবে ভারতের প্রথম একাদশ?
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়। এই অবস্থায় আর কিছুক্ষণ পর ফের ইডেন গার্ডেন্সে নামছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে নামার আগে দীপক চাহার ও ভেঙ্কটেশ আইয়ারের চোট নিয়ে চিন্তায় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ভেঙ্কটেশের চোট তেমন জোরালো নয়। তবে দীপকের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে চাহার খেলতে না পারলে পরিবর্ত হিসাবে শার্দুল ঠাকুরকে তৈরি রাখছে টিম ম্যানেজমেন্ট।
বুধবার প্রথম ম্যাচে ১৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ২টি চার ও একটি ছক্কা মারেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগে অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেয়েছিলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।
আরও পড়ুন: Ranji Trophy 2021-22: অভিষেকেই ত্রিশতরান! কলকাতার বুকে বিশ্ব রেকর্ড গড়লেন বিহারের Sakibul Gani
আরও পড়ুন: Virat Kohli-র কোন মহানুভবতায় এখনও মজে রয়েছেন Mohammed Siraj?
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান ভেঙ্কটেশ। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার।
১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক। মিডিয়াম পেসারও দলের মেডিক্যাল টিমের সাহায্যে মাঠের বাইরে চলে যান। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এমনকি পোলার্ডের বলে চোট পান হর্ষল প্যাটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।
তবে ইতিবাচক হচ্ছে, ভেঙ্কটেশ সেই ম্যাচে ব্যাট করেন। হর্ষলের চোটও তেমন কিছু নয়। তবে ভারতীয় শিবিরের খবর, চাহারের হাতের কব্জি এখনও ফুলে রয়েছে। ব্য়থাও রয়েছে। তাই তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে দীপকের বিকল্প হতে পারেন শার্দূল।