INDvsSL: Ruturaj-এর চোট, টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটালেন Deepak Hooda

দীপকের জীবনে ‘অকাল দীপাবলি’।  

Updated By: Feb 24, 2022, 07:48 PM IST
INDvsSL: Ruturaj-এর চোট, টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটালেন Deepak Hooda
একদিনের পর এ বার টি-টয়েন্টি ফরম্যাটেও অভিষেক ঘটালেন দীপক হুডা। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: মাত্র ১৮ দিনের ব্যবধানে তাঁর জীবন একেবারে বদলে গেল। গত ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ফরম্যাটে অভিষেক ঘটিয়েছিলেন। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটেও অভিষেক ঘটালেন দীপক হুডা। তাও কপাল জোরে। 

ওপেনার রুতুরাজ গায়কোয়াড ম্যাচের কিছুক্ষণ আগে ডানহাতের কব্জিতে ব্যথা অনুভব করেন। তাই দীপককে মাঠে নামিয়ে দিলেন রোহিত শর্মা। বিরাট কোহলির হাত থেকে একদিনের 'ক্যাপ' পেয়েছিলেন। এ দিন দীপকের হাতে 'ক্যাপ' তুলে দিলেন অধিনায়ক 'হিট ম্যান'। 

টসের সময় রোহিত বলেন, "ম্যাচে আগে রুতুরাজ ডানহাতের কব্জিতে যন্ত্রণা অনুভব করছিল। ব্যথা এতটাই প্রবল ছিল যে হাত নাড়াতে পারছিল না। সেইজন্য রুতুরাজ প্রথম ম্যাচে নেই। বিসিসিআই-এর মেডিক্যাল টিম ওর দেখভাল করছে।"  

                        UPDATE - Ruturaj Gaikwad complained of pain in his right wrist, which is affecting his batting. He was unavailable for selection for the first T20I. The BCCI Medical Team                            is examining him.@Paytm #INDvSL

ঠিক এক বছর আগেও ওঁর নামের পাশে ‘অনিশ্চয়তা’, ‘অন্ধকার’, ‘বিতর্কিত’ শব্দগুলো অনায়াসে জুড়ে দেওয়া যেত। তবে সেই সব ‘কালো দিন’ কাটিয়ে ফের স্বমহিমায় ফিরলেন দীপক। অবশেষে দুই ফরম্যাটে তাঁর অভিষেক ঘটল জাতীয় দলে। প্রথম একদিনের ম্যাচে ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন। ফলে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এখন এই ম্যাচে দীপক কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার। 

আরও পড়ুন: Wriddhimam Saha Exclusive: বিতর্কিত টুইট সিরিজ থেকে IPL-এ নতুন অঙ্গীকার, অকপট ঋদ্ধিমান

আরও পড়ুন: Ranji Trophy: ফের দুরন্ত অর্ধ শতরান করে বাংলার মান বাঁচালেন Abishek Porel

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.