INDvsNZ: Virat Kohli-কে পিছনে ফেলে টি-টিয়েন্টির শীর্ষে Martin Guptill

ধোনির ঘরের মাঠে ভাঙল কোহলির রেকর্ড। 

Updated By: Nov 19, 2021, 08:33 PM IST
INDvsNZ: Virat Kohli-কে পিছনে ফেলে টি-টিয়েন্টির শীর্ষে  Martin Guptill
দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন মার্টিন গাপ্টিল। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে দিলেন মার্টিন গাপ্টিল (Martin Guptil)। বর্তমানে তিনিই আন্তর্জাতিক টি-টিয়েন্টি ক্রিকেটের (T20I) সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টিয়েন্টি শুরুর আগে নিউজিল্যান্ডের এই ওপেনার কোহলির থেকে মাত্র ১১ রান পিছনে ছিলেন। শুক্রবার রাঁচিতে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) টি-টিয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কিউইদের আগে ব্যাট করতে পাঠিথিয়েছিলে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভার থেকেই ১৪ রান নেন গাপ্টিল। ফলে পিছনে দেন কোহলিকে। 

জয়পুরে প্রথম টি-টিয়েন্টি ম্যাচে ৭০ রান করেছিলেন গাপ্টিল। এ দিন করলেন ১৫ বলে ৩১। মেরেছেন ৩টি চার এবং ২টি ছয়। দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। তবে পঞ্চম ওভারে দীপক চাহারের প্রথম বলে ছয় মারার পর, দ্বিতীয় বলে ফের ছয় মারতে যান। বলটি শর্ট করেছিলেন দীপক। উঁচু লেন্থে আসা বলে মারতে গিয়ে বল তাঁর ব্যাটের উপরের কানায় লাগল। উঁচুতে উঠে যাওয়া বল অনেকটা দৌড়ে ক্যাচ নেন উইকেটকিপার ঋষভ পন্থ। 

আরও পড়ুন: INDvsNZ: কেন Surya Kumar Yadav-কে সতর্ক করলেন Gautam Gambhir?

 

সব মিলিয়ে এই ইনিংসের পর ১১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপ্টিলের রান দাঁড়াল ৩২৪৮। সেখানে দুই নম্বরে থাকা কোহলি ৯৫ ম্যাচে ৩২২৭ রান করেছেন। তিনি অবশ্য চলতি সিরিজে খেলছেন না। এই সিরিজ থেকেই টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন 'হিট ম্যান'। ১১৮ তাঁর মোট রান ৩০৮৬। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন চতুর্থ স্থানে, রান ২৬০৮। আর পঞ্চম স্থানে আছে পল স্টার্লিং, রান  
২৫৭০।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.