Sumit Nagal | Australian Open 2024: মঙ্গলে মেলবোর্নে ইতিহাস, করে দেখালেন দিল্লির যুবক

Indias Sumit Nagal Stuns Alexander Bublik in Australian Open 2024 To Create History: ভারতের সুমিত নাগাল ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ান ওপেনে। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি।

Updated By: Jan 16, 2024, 02:39 PM IST
Sumit Nagal | Australian Open 2024: মঙ্গলে মেলবোর্নে ইতিহাস, করে দেখালেন দিল্লির যুবক
সুমিতের ইতিহাস, কুর্নিশ দেশবাসীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্ন পার্কে মঙ্গলবার ইতিহাস লিখলেন সুমিত নাগাল (Sumit Nagal)। দিল্লির বছর ছাব্বিশের যুবক এদিন বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় আলেকজান্ডার বুবলিক (Alexander Bublik) স্ট্রেইট সেটে ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৫) ব্য়বধানে উড়িয়ে দিলেন। ভারতের গর্ব সুমিত চলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) দ্বিতীয় রাউন্ডে। তিন বছর আগে সুমিতকে এই মঞ্চেই প্রথম রাউন্ডে হেরে বিদায় নিতে হয়েছিল। লিথুয়ানিয়ার রিকার্ডস বেরানকিসের কাছে হারতে হয়েছিল ডেভিস কাপে ভারতীয় দলের এক নম্বর খেলোয়াড়কে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে গেলেন সুমিত। হরিয়ানার ঝাঝরে জন্মানো সুমিত এদিন মেলবোর্নে ইতিহাস লিখেছেন। ১৯৮৯ সালে রমেশ কৃষ্ণান ম্যাটস উইল্যান্ডারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলেন। পুরুষদের সিঙ্গলসে ৩৫ বছর পর এই প্রথম কোনও ভারতীয় গেলেন ঐতিহ্য়বাহী ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে।

আরও পড়ুন: Ram Mandir Pran Pratishtha Ceremony: মাহেন্দ্রক্ষণে এবার মহেন্দ্র! মোদীর পাশে ক্রিকেটের মহারত্নরা, তালিকায় কে কে?

বুবলিকের বিপক্ষে আজ যেদিন খেললেন, তিনি তাঁর থেকে ১১০ ধাপ পিছিয়ে। কাজাখস্তানের বাসিন্দা যেখানে ক্রমতালিকায় ২৭। সেখানে সুমিত ১৩৭। এদিন প্রথম রাউন্ডে অসাধারণ শুরুটা করেন সুমিত। প্রথম গেমেই বুবলিকের সার্ভিস ব্রেক করে দেন তিনি। যদিও পরের গেমে নিজের সার্ভ ধরে রাখতে পারেননি সুমিত। ফলে দ্বিতীয় গেম ১-১ হয়ে যায়। কিন্তু এরপরেই সুমিত গিয়ার বদলান। বুবলিকের সার্ভিস ব্রেক করে ৪২ মিনিটের মধ্যে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে সুমিত আরও ভালো খেললেন। প্রতিটি সার্ভিস হোল্ড করলেন। দু'বার বুবলিকের সার্ভিস ব্রেকও করেন ভারতীয়। এবার ৪৩ মিনিটে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট পকেটে পুরে ফেলেন সুমিত। বুবলিক যে মড়নকামড় দেবেন, তা অনেক আগেই বোঝা গিয়েছিল। কিন্তু বুবলিকে আর নাগালের নাগাল পাননি। সপ্তম গেম পর্যন্ত অন-সার্ভ গিয়েছিল, তারপরেই অষ্টম গেমে বুবলিকের সার্ভিস ব্রেক করেন সুমিত। অনায়াসে ৪-৩ এগিয়ে যান সুমিত। কিন্তু ৫-৪ পরিস্থিতিতে সার্ভিস ধরে রাখতে পারেননি সুমিত। শেষপর্যন্ত তৃতীয় সেটের ফয়সলা হয় টাইব্রেকারে। ৭-৫ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস লিখলেন সুমিত। দেখা যাক সুমিত এর পরের ধাপে যেতে পারেন কিনা! চোখ থাকবে সকল ভারতীয় টেনিসপ্রেমীদের।

 

আরও পড়ুন: Virat Kohli-Novak Djokovic: এক কাপ কফিতে নোভাককে চাই কোহলির! বন্ধুর আবদারে কী উত্তর টেনিস নক্ষত্রের?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.