Farmers' Protest: কোহলি থেকে কুম্বলে, সাইনা থেকে ববিতা; বিদেশি সমর্থনের বিরুদ্ধে সরব দেশের ক্রীড়ামহল
কৃষক আন্দোলন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ যে একেবারেই পছন্দ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকেই।
নিজস্ব প্রতিবেদন: কৃষক আন্দোলন নিয়ে উত্তাল গোটা দেশ। ভারতের কৃষক আন্দোলন নিয়ে কেউ কোনও মন্তব্য কেন করছেন না? প্রশ্ন তোলেন পপস্টার রিহানা (Rihanna)। তারপর থেকেই টুইটার ট্রেন্ডিং #IndiaAgainstPropaganda। আর ভারতের তরফে টুইটার ট্রেন্ডিং-এর প্রথম সুরটি বেঁধে দেন সচিন তেন্ডুলকার। বুধবার রিহানা, থানবার্গের টুইটের বিরোধিতা করে কড়া সুরেই টুইট করেন সচিন তেন্ডুলকর।
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Let us all stay united in this hour of disagreements. Farmers are an integral part of our country and I'm sure an amicable solution will be found between all parties to bring about peace and move forward together. #IndiaTogether
— Virat Kohli (@imVkohli) February 3, 2021
India has always been stronger when we all stand together and finding a solution is the need of the hour. Our farmers play an important role in our nation’s well being and I am sure everyone will play their roles to find a solution TOGETHER. #IndiaTogether
— Rohit Sharma (@ImRo45) February 3, 2021
There’s no issue that cannot be resolved if we stand together as one. Let’s remain united and work towards resolving our internal issues #IndiaTogether
— Ajinkya Rahane (@ajinkyarahane88) February 3, 2021
Agriculture is a very important part of the machinery of the Indian economic system. Farmers are the backbone of any country’s ecosystem. This is an internal matter which I’m sure will be resolved through dialogue. Jai Hind! #IndiaStandsTogether #IndiaAgainstPropoganda
— Ravi Shastri (@RaviShastriOfc) February 3, 2021
As the world's largest democracy, India is more than capable of taking her internal issues to amicable solutions. Onwards and upwards. #IndiaTogether#IndiaAgainstPropaganda
— Anil Kumble (@anilkumble1074) February 3, 2021
সচিনের সুরেই টুইট করতে থাকেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী থেকে রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলের টুইটকে রিটুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
আরও পড়ুন- Kevin Pietersen বলেছিলেন 'ভালবাসার দেশ ভারত', PM Modi-র উত্তর হৃদয় জিতল
We are proud of our own culture and heritage and are the true model of Democracy. Don't interfere in our internal matters, we know how to resolve our own issues because we are one and only nation in the world upholding UNITY IN DIVERSITY.#IndiaTogether#IndiaAgainstPropaganda
— P.T. USHA (@PTUshaOfficial) February 4, 2021
No propaganda can deter unity of our country! India stands united and together to achieve new heights.#IndiaAgainstPropaganda#IndiaTogether https://t.co/gqlJqiULJZ
— Manika Batra (@manikabatra_TT) February 3, 2021
Farmers constitute an extremely important part of our country. And the efforts being undertaken to resolve their issues are evident. Let’s support an amicable resolution, rather than paying attention to anyone creating differences. #IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/FhclAMLiik
— Saina Nehwal (@NSaina) February 3, 2021
खबरदार अगर किसी विदेशी ताकत ने हिंदुस्तान की तरफ आंख उठाकर देखने की हिम्मत की तो ...
— Babita Phogat (@BabitaPhogat) February 3, 2021
ক্রিকেটারদের পাশাপাশি পিটি ঊষা, মনিকা বাত্রা থেকে সাইনা নেহওয়াল, ববিতা ফোগতরাও বিদেশি সমর্থনের বিরুদ্ধে সরব। কৃষক আন্দোলন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ যে একেবারেই পছন্দ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকেই।
আরও পড়ুন- Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার