বোল্টের দেশে জয়ের পোলভল্ট দিতে পৌঁছে গেলেন ধোনিরা

ত্রিদেশীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার সকালে জামাইকায় পা দেন ধোনিরা। উসেইন বোল্টের দেশে পা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক রবীন্দ্র জাদেজা টুইট করলেন, জামাইকার সুন্দর রোদ আমাদের অভর্থ্যনা জানাল। আর হ্যাঁ, রাস্তার ধারে বোল্টের পোস্টারগুলোও দারুণ।

Updated By: Jun 27, 2013, 02:05 PM IST

ত্রিদেশীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার সকালে জামাইকায় পা দেন ধোনিরা। উসেইন বোল্টের দেশে পা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক রবীন্দ্র জাদেজা টুইট করলেন, জামাইকার সুন্দর রোদ আমাদের অভর্থ্যনা জানাল। আর হ্যাঁ, রাস্তার ধারে বোল্টের পোস্টারগুলোও দারুণ।
আগামিকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় একদিনের সিরিজ। ভারতের প্রথম ম্যাচ অবশ্য রবিবার। এই সিরিজে ভারত ও আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও খেলবে শ্রীলঙ্কা।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা দেওয়ার পর ধোনি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁদের কাছে এখন অতীত। ওয়েস্ট ইন্ডিজে তাদের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলই ওয়েস্ট ইন্ডিজে খেলবে, পরিবর্তন শুধু একটাই। ইরফান পাঠান চোট পাওয়ায় তাঁর পরিবর্তে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন সামি আমেদ।
একনজরে দেখে নেওয়া যাক এই ত্রিদেশীয় সিরিজের ক্রীড়াসূচি--
ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ
(ভারত-ও.ইন্ডিজ-শ্রীলঙ্কা)
২৮ জুন, শুক্রবার, কিংস্টন
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা (রাত ৮টা)
৩০ জুন, রবিবার, কিংস্টন
ভারত বনাম ও.ইন্ডিজ ( রাত ৮টা)
২ জুলাই, মঙ্গলবার, কিংস্টন
ভারত বনাম শ্রীলঙ্কা
৫ জুলাই, শুক্রবার, ত্রিনিদাদ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
৭ জুলাই, রবিবার, ত্রিনিদাদ
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা
৯ জুলাই, মঙ্গলবার, ত্রিনিদাদ
ভারত বনাম শ্রীলঙ্কা
১১ জুলাই, বৃহস্পতিবার, ত্রিনিদাদ
ফাইনাল
(সব ম্যাচ দেখা যাবে টেন ক্রিকেট চ্যানেলে)

.