Tokyo Olympics 2020: হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের

এখনও ব্রোঞ্জের আশা জিইয়ে রইল ভারতের।

Updated By: Aug 3, 2021, 09:28 AM IST
Tokyo Olympics 2020: হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-এর মঞ্চে সোনা বা রুপোর পদক অধরা রয়ে গেল ভারতের। স্বপ্ন ভঙ্গ হল 'মেন ইন ব্লু'র। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেলেন মনপ্রীত সিংরা। খেলার ফলাফল ৫-২। তবে এখনও ভারতের ব্রোঞ্জ পদক পাওয়ার আশা জিইয়ে রয়েছে। 

মঙ্গলবার খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ভারতের হয়ে সমতা ফেরান হরমনপ্রীত সিং।  এরপর মনদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। যদিও পরে সমতা ফেরায় বেলজিয়াম। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধের খেলা শুরু কয়েক মিনিটের মধ্যেই দুটো পেনাল্টি শটে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর আর নিজেদের খেলা ধরে রাখতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। শেষ কয়েক মিনিটে পঞ্চম গোলটা করে বেলজিয়াম। তাঁদের হয়ে হ্যাটট্রিক করেন Alexander Hendrickx। এতেই ভঙ্গ হয় ভারতের সোনা জয়ের স্বপ্ন। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জার্মানি। তাঁদের মধ্যে যে হারবে তারসঙ্গে খেলবে ভারত। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।     

.