Tokyo Olympics: কুস্তিতে ভারতের মিশ্র ফল, জিতলেন বজরং, হারলেন সীমা

পদক জয়ের আশা জিইয়ে রাখলেন বজরং পুনিয়া

Updated By: Aug 6, 2021, 09:55 AM IST
Tokyo Olympics: কুস্তিতে ভারতের মিশ্র ফল, জিতলেন বজরং, হারলেন সীমা

নিজস্ব প্রতিবেদন- শুক্রবারেও কুস্তিতে মিশ্র ফলই চলছে ভারতের। একদিকে সীমা বিসলার হার, অন্যদিকে বেস কষ্ট করেই জয় পেলেন বজরং পুনিয়া। বৃহস্পতিবার রবি কুমারের রুপো জয়, দীপক পুনিয়ার ব্রোঞ্জ না পাওয়া, প্রথম ম্যাচে জিতেও দ্বিতীয় ম্য়াচে ভিনেশ ফোগতের হার – সব মিলিয়ে কুস্তিতে বেশ উচ্চাবচ চলছে ভারতের। শুক্রবার সকালেও মিশ্র ফলই করল ভারত। 

মহিলাদের ৫০ কেজি বিভাগের শেষ ১৬ পর্বে তিউনিশিয়ার সারা হামদির বিরুদ্ধে ১-৩ ফলে হারলেন সীমা বিসলা। প্রথম দিকে কঠিন লড়াই চালিয়ে গেলেও তিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানতে বাধ্য হন ভারতীয় কুস্তিগীর। সীমার এখন অপেক্ষা রেপেচাজ পর্বের জন্য তিনি আদৌ  সুযোগ পান কিনা।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: স্বপ্নভঙ্গ! গ্রেট ব্রিটেনের কাছে হকিতে হার ভারতীয় মহিলা দলের

অন্যদিকে পুরুষদের ৬৫ কেজি বিভাগে বিশ্বের দুই নম্বর ও অলিম্পিকের দ্বিতীয় বাছাই বজরং পুনিয়া জিতলেন। তবে তিনি যথেষ্ট দাপট দেখাতে পারেননি। কিরঘিজস্তানের আকমাতালিয়েভের বিরুদ্ধে ভিক্টরি বাই পয়েন্টসে জিতেছেন বজরং পুনিয়া। প্রথম রাউন্ডে দাপটের সঙ্গে খেলেছেন বজরং। এগিয়েও যান  ৩-১-এ। কিন্তু  দ্বিতীয় রাউন্ডে পরপর দুটি পয়েন্ট তুলে নেন কিরঘিজস্তানের প্রতিপক্ষ। যদিও  শেষ অবধি লড়াই চালিয়ে গিয়ে জয় পান বজরং।

কোয়ার্টার ফাইনালে বজরং পুনিয়াকে খেলতে হবে ইরানের মোর্তেজা ঘিয়াসে চেকার বিরুদ্ধে। চলতি অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম বড় সম্ভাবনা দেখছেন সমালোচকেরা। তাঁদের আশা পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে বজরং পুনিয়ার।

.