Tokyo Olympics 2020: স্বপ্নভঙ্গ! গ্রেট ব্রিটেনের কাছে হকিতে হার ভারতীয় মহিলা দলের

ভারতের হাতছাড়া ব্রোঞ্জ।

Updated By: Aug 6, 2021, 09:42 AM IST
Tokyo Olympics 2020: স্বপ্নভঙ্গ! গ্রেট ব্রিটেনের কাছে হকিতে হার ভারতীয় মহিলা দলের

নিজস্ব প্রতিবেদন: ইতিহাস তৈরির সুযোগ এসেছিল। কিন্তু তা হাতছাড়া হল। Tokyo Olympics 2020-তে পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হারলেন বন্দনা কাটারিয়ারা ((Vandana Katariya)। খেলার ফলাফল ৪-৩। স্বপ্ন ভঙ্গ হল 'Women in Blue'-এর।

জিততে না পারলেও ভারতীয় মহিলা দলের প্রাণপণ লড়াই বহুদিন মনে থাকবে। তাঁদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, 'টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দলের খেলা আমাদের মনে থাকবে। দলের প্রতিটি সদস্য উদ্দীপনা, দক্ষতার অধিকারী। ভারত তোমাদের জন্য গর্বিত।' এর আগে সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও আর্জেন্টিনার কাছে হেরে যায় ভারতের মহিলা হকি দল (Indian Women Hockey Team)। আর্জেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে হেরে যান রানি রামপালরা। 

.