FIFA Rankings: ভারতের ফিফা ব়্যাঙ্কিং অপরিবর্তিত! জায়গা ধরে রাখলেন সুনীলরা
বেলজিয়াম রইল এক নম্বরে। দুয়েই থাকল টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ব্রাজিল।
নিজস্ব প্রতিবেদন: ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের কোনও পরিবর্তন হলো না। সুনীল ছেত্রী-গুরপ্রীত সিংরা রইলেন ১০৫ নম্বরে। তবে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পয়েন্ট পেলেও ব়্যাঙ্কিংয়ের উন্নতি হল না ভারতের।
১৯৯৬ সালের ফ্রেব্রুয়ারি ভারত সেরা ব়্যাঙ্কিং দেখেছিল। বিশ্বের ১০০ দলের মধ্যে এসেছিল টিম ইন্ডিয়া। ৯৪ নম্বরে ছিল নীল জার্সিধারীরা। ২০১৫ সালের মার্চে ১৭৩ নম্বরে ছিলেন সুনীলরা। এটাই ভারতের সবচেয়ে খারাপ ব়্যাঙ্কিংয়ের নজির।
আরও পড়ুন: AFC খেলতে শনির সকালে মলদ্বীপ উড়ে যাচ্ছে ATK Mohun Bagan
(@FIFAcom) August 12, 2021
বেলজিয়াম রইল এক নম্বরে। দুয়েই থাকল টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ব্রাজিল। তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড, পাঁচে ইটালি, ছয়ে আর্জেন্টিনা, সাতে স্পেন, আটে পর্তুগাল, নয়ে মেক্সিকো ও দশে আমেরিকা। এশিয়ার দলগুলির মধ্যে ব়্যাঙ্কিংয়ে সবার আগে জাপান (২৪)। এরপরে ইরান রয়েছে ২৬ নম্বরে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)