Igor Stimac And Narendra Modi: লক্ষ্য এশিয়ান গেমস, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে ট্যুইট করলেন সুনীলদের হেড স্যর

সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং সান্ধুদের হেড স্যর দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেও, শর্ত পূরণ কতে না পারার জন্য আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না ভারতীয় দল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে পরিষ্কার জানানো হয়েছে এশিয়ান গেমসে অংশগ্রহণের ক্ষেত্রে ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকতে হবে কোনও দলকে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 17, 2023, 04:12 PM IST
Igor Stimac And Narendra Modi: লক্ষ্য এশিয়ান গেমস, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখে ট্যুইট করলেন সুনীলদের হেড স্যর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্য এশিয়ান গেমস (Asian Games 2023)। আর তাই শেষ পর্যন্ত এশিয়ার সেরাদের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য এবার প্রধানমন্ত্রী (Prime Minister Of India) নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী (Sports Minister Of India) অনুরাগ ঠাকুরকে (Anurag Thakur) খোলা চিঠি লিখে ট্যুইট করে দিলেন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হেড কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। হাতে কিছুটা সময় আছে। এমন প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রী কি দলের হেড কোচের আবেদন শুনবেন? সেটাই দেখার। 

তবে সুনীল ছেত্রী (Sunil Chhetri)-গুরপ্রীত সিং সান্ধুদের (Gurpreet Singh Sandhu) হেড স্যর দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেও, শর্ত পূরণ কতে না পারার জন্য আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না ভারতীয় দল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে পরিষ্কার জানানো হয়েছে এশিয়ান গেমসে অংশগ্রহণের ক্ষেত্রে ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকতে হবে কোনও দলকে। এই মুহূর্তে প্রথম ৮-এ নেই সন্দেশ জিঙ্ঘান (Sandesh Jinghan)-শুভাশিষ বোসদের (Subasish Bose) ভারত। বরং 'মেন ইন ব্লু' ব্রিগেডের র‍্যাঙ্কিং ১৮। সেটা জানলেও, ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার। ট্যুইটারে জানালেন নিজের আবেদনের কথা। 

এই চিঠিতে স্টিমাচ লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আপনাকে এশিয়ান গেমসে জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের ব্যাপারে কেউ কিছু বলেছে কি না, সেটা আমি জানি না। এই প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা ভারতীয় পতাকার হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। ২০১৭ সালে ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। দেশের তরুণ ফুটবলারদের তৈরি করার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আপনি সবসময় ভারতের এই ফিফা বিশ্বকাপে আয়োজন করার ব্যাপারে উৎসাহিত করেছিলেন। আমি নিশ্চিত যে এবারও আপনার থেকে আমরা তেমনই সমর্থন পাব। তবে এই আশ্বাসের হাত যদি আগামীদিনও থাকে, তাহলে আমি নিশ্চিত যে সেদিন আর খুব বেশি দুরে নেই যখন ভারতীয় ফুটবল দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। জাতীয় দল হিসেবে আমরা গত চার বছরে যথেষ্ট পরিশ্রম করেছি। বেশ কিছু সাফল্যও অর্জন করেছি। আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে সমর্থন থাকলে আগামীদিনে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারব।'

আরও পড়ুন: Lionel Messi | Inter Miami: 'আমেরিকার ১০ নম্বর'! অবশেষে ইন্টার মিয়ামি-তে লিওনেল মেসি

আরও পড়ুন: WATCH | Lionel Messi: 'স্বপ্ন বাস্তবে পরিণত হল!' মেসিকে পাশে নিয়ে আবেগি বেকস

পাশাপাশি তিনি আরও লিখেছেন, 'আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে ২০১৭ সালে যে ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট খেলেছিল, তারা অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপ কোয়ালিফায়ারেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। এই দলটা যথেষ্ট প্রতিভাধর, কিন্তু তাদেরই এশিয়ান গেমস থেকে বঞ্চিত করা হচ্ছে। এই দলটার এশিয়ান গেমসে অংশগ্রহণ করা খুবই দরকার। আর এরা এই টুর্নামেন্টের যথেষ্ট যোগ্য দাবিদার। যে কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দলকে বের করে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত অন্যায়। ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে আপনার এবং ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।'

১৯৫১ এবং ১৯৬২ সালে এশিয়ান গেমসের ফুটবলে সোনা জিতেছিল ভারত। অথচ এখন আর ফুটবল দলকে অংশগ্রহণের ছাড়পত্র দেয় না কেন্দ্র। পদক জয়ের সম্ভাবনা নেই, এমন কোনও দলকে নীতিগত ভাবে এশিয়ান গেমস বা অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় পাঠানোর বিরোধী কেন্দ্র। ২০১৮ সালেও এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি সরকার। গত তিন দশক ধরেই ভারতীয় ফুটবল দলের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। আর তাই এবার বাধ্য হয়েই আসরে নামলেন স্টিমাচ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। হাতে কিছুটা সময় আছে। এমন প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রী কি দলের হেড কোচের আবেদন শুনবেন? সেটাই দেখার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.