বিরাট কোহলিদের ফিটনেসের উপর এবার বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই

ভারতীয় ক্রিকেটারদের এবার থেকে আরও ঘাম ঝরাতে হতে পারে। অন্তত ইঙ্গিত তেমনই। কারণ, বিরাট কোহলিদের ফিটনেসের উপর এবার বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এবার দুমাস অন্তর ফিটনেস টেস্ট নেওয়ার প্রস্তাব করেছেন স্বয়ং ভারতের কোচ অনিল কুম্বলে। সেই দাবি মেনেও নিয়েছে বোর্ড।

Updated By: Sep 3, 2016, 06:48 PM IST
বিরাট কোহলিদের ফিটনেসের উপর এবার বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের এবার থেকে আরও ঘাম ঝরাতে হতে পারে। অন্তত ইঙ্গিত তেমনই। কারণ, বিরাট কোহলিদের ফিটনেসের উপর এবার বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিসিসিআই। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এবার দুমাস অন্তর ফিটনেস টেস্ট নেওয়ার প্রস্তাব করেছেন স্বয়ং ভারতের কোচ অনিল কুম্বলে। সেই দাবি মেনেও নিয়েছে বোর্ড।

আরও পড়ুন নায়কের জন্মদিনেই তো জন্মেছিলেন বাঙালির সেরা কল্পনা!

ভারতের ফিটনেস ট্রেনার রামজি শ্রীনিবাসন জানিয়েছেন তিনি চান পঁয়তাল্লিশ দিন অন্তর ফিটনেস টেস্টের ব্যবস্থা হোক। এর আগে দুহাজার এগারো সালে ভারতের কোচ গ্যারি কার্স্টেন একই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই সেসময় তা কার্যকর করতে পারেনি। এবার থেকে হবে।

আরও পড়ুন  কম কথা বলে এত বেশি রোজগার!

 

.