ভারতীয় ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: গুন্ডাপ্পা বিশ্বনাথ
ভিশি এখনও টেস্ট ক্রিকেটকেই সেরা বলে মানেন। তার মতে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটাই অন্যরকম।
নিজস্ব প্রতিবেদন: টেস্টের জনপ্রিয়তাকে ধরে রাখতে বিশ্ব ক্রিকেট গোলাপি বলে দিন রাতের টেস্টের দিকে ঝুঁকছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও দিনরাতের টেস্ট করার চিন্তাভাবনা করছে। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ এখনই দিনরাতের টেস্ট নিয়ে উচ্ছ্বসিত হতে রাজি নন। তার মতে সময় বলবে গোলাপি বলে খেলা আদৌ টেস্টের জনপ্রিয়তা বাড়াতে পারবে কি না।
আরও পড়ুন- হ্যামস্ট্রিংয়ে চোট লাগেনি, বাকি ম্যাচেও খেলবেন বিরাট
ভিশি এখনও টেস্ট ক্রিকেটকেই সেরা বলে মানেন। তার মতে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটাই অন্যরকম। বিশ্বনাথ অবশ্য ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তার মতে অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ জয় আর বিরাট কোহলিদের পারফরম্যান্সই বলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে।
আরও পড়ুন- 'সচিনের রেকর্ড ভেঙে দেবে বিরাট'
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়