ভারতীয় ব্যাটিং লাইন আপ মেরুদণ্ডহীন: সুনীল গাভাসকর

ব্যুরো: ভারতের ইংল্যান্ড সফর নিয়ে বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় ব্যাটিং লাইন আপের মেরুদন্ডই নেই। ঠিক এই ভাষাতেই বিরাট কোহলিদের সমালোচনা করলেন সুনীল গাভাসকর।

ম্যাঞ্চাস্টারে ভারতের শোচনীয় হারের পর সানি বলেন নাছোড়বান্দা ইংল্যান্ডের সামনে বুক চিতিয়ে লড়াই করার মতন ব্যাটসম্যানই নেই এই ভারতীয় দলে। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের আউটগুলিকে সফট ডিসমিসাল হিসেবে অভিহিত করেন গাভাসকর। লিটল মাস্টার বলেন মইন আলির মতন বোলারকেও জুজু হিসেবে দেখছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সেখানে আর বলার কিছু নেই। তার মতে বিরাট কোহলিদের লড়ার ইচ্ছাশক্তিটাই চলে গেছে।

অন্যদিকে আর তিনটে টেস্ট ম্যাচ হারলেই বিদেশের মাঠে সর্বাধিক টেস্ট ম্যাচ হারার রেকর্ড স্পর্শ করবেন সাফল্যের নিরিখে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

English Title: 
''Indian Batting line up is completely spineless''
News Source: 
Home Title: 

ভারতীয় ব্যাটিং লাইন আপ মেরুদণ্ডহীন: সুনীল গাভাসকর

ভারতীয় ব্যাটিং লাইন আপ মেরুদণ্ডহীন: সুনীল গাভাসকর
Yes
Is Blog?: 
No
Section: