অলিম্পিকের শুরুতে ভারতীয় তিরন্দাজদের মিশ্র ফলাফল
অলিম্পিকের শুরুতে ভারতীয় তিরন্দাজদের মিশ্র ফলাফল। অতনু দাস দুরন্তভাবে শুরু করলেও পরের দিকে নজর কাড়তে ব্যর্থ হন মহিলা তিরন্দাজরা। ফের একবার চাপের কাছে নতি স্বীকার করলেন দীপিকা কুমারি। মহিলাদের দলগত বিভাগের প্রতিযোগিতায় কুড়ি নম্বর স্থানে থেকে শেষ করলেন ভারতের এই এক নম্বর তিরন্দাজ। বোম্বেলা দেবী চব্বিশ এবং লক্ষ্মীরানি মাঝি তেতাল্লিশ নম্বর স্থানে দলগত বিভাগের ইভেন্ট শেষ করেছেন।
ওয়েব ডেস্ক: অলিম্পিকের শুরুতে ভারতীয় তিরন্দাজদের মিশ্র ফলাফল। অতনু দাস দুরন্তভাবে শুরু করলেও পরের দিকে নজর কাড়তে ব্যর্থ হন মহিলা তিরন্দাজরা। ফের একবার চাপের কাছে নতি স্বীকার করলেন দীপিকা কুমারি। মহিলাদের দলগত বিভাগের প্রতিযোগিতায় কুড়ি নম্বর স্থানে থেকে শেষ করলেন ভারতের এই এক নম্বর তিরন্দাজ। বোম্বেলা দেবী চব্বিশ এবং লক্ষ্মীরানি মাঝি তেতাল্লিশ নম্বর স্থানে দলগত বিভাগের ইভেন্ট শেষ করেছেন।
আরও পড়ুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়াকে পিছনে ফেলে সবার উপরে ভারত!
ফলে সপ্তম স্থানে থেকে নকআউট পর্যায়ের প্রতিযোগিতা শুরু করবেন ভারতের মহিলা তিরন্দাজরা। ফলে বলা যেতেই পারে দলগত বিভাগে পদক না জেতার সম্ভাবনাই বেশি দীপিকাদের। ব্যাক্তিগত বিভাগে জর্জিয়ার প্রতিপক্ষের মুখোমুখি দীপিকা।
আরও পড়ুন ওয়ার্ন বানালেন দুটো সেরা একাদশ! একটা নয়ের দশকের, একটা আজকের