ভারতীয় ফুটবলে আবার জার্মান ফুটবলের ছোঁয়া
ভারতীয় ফুটবলে আবার জার্মান ফুটবলের ছোঁয়া। নিকোলাই অ্যাডামের পর এবার ভারতীয় ফুটবলের টেকনিক্যাল অ্যাডভাইসার হতে চলেছেন ক্রিস্টোফার রচল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের যে গাঁটছড়া রয়েছে। সেই সূত্র ধরেই ভারতে আসছেন রচল। এর আগে জার্মানি ফুটবল ফেডারেশনের সাহায্যেই নিকোলাই অ্যাডামকে অনূর্ধ্ব সতেরো দলের কোচ নিয়োগ করেছিল এআইএফএফ।
ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলে আবার জার্মান ফুটবলের ছোঁয়া। নিকোলাই অ্যাডামের পর এবার ভারতীয় ফুটবলের টেকনিক্যাল অ্যাডভাইসার হতে চলেছেন ক্রিস্টোফার রচল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের যে গাঁটছড়া রয়েছে। সেই সূত্র ধরেই ভারতে আসছেন রচল। এর আগে জার্মানি ফুটবল ফেডারেশনের সাহায্যেই নিকোলাই অ্যাডামকে অনূর্ধ্ব সতেরো দলের কোচ নিয়োগ করেছিল এআইএফএফ।
আরও পড়ুন আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়াকে পিছনে ফেলে সবার উপরে ভারত!
ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর স্কট ও ডোনেলের সঙ্গে একসাথে কাজ করবেন রচল। রাজ্য সংস্থাগুলির কাজে গতি আনাই প্রধান কাজ হতে চলেছে তাঁর। এর আগে হন্ডুরাস আর কোস্টারিকার ফুটবল উন্নতিতে সাহায্য করেছিলেন অভিজ্ঞ রচল।
আরও পড়ুন ওয়ার্ন বানালেন দুটো সেরা একাদশ! একটা নয়ের দশকের, একটা আজকের