India Ireland T-20 Series: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বুমরা ব্রিগেডের

দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৩ রানে  সহজ জয় পেল ভারত। বুধবার তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।

Updated By: Aug 20, 2023, 11:36 PM IST
India Ireland T-20 Series: এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বুমরা ব্রিগেডের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: একটি ম্যাচ বাকি এখনও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে গেল ভারত। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৩ রানে  সহজ জয় পেল যশপ্রীত বুমরার দল। বুধবার তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।

আরও পড়ুন: Durand Cup 2023: ছিটকে গেল সাদা-কালো, শেষ আটে সবুজ-মেরুন, ডুরান্ডে আবার ডার্বি!

এদিন টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। দলে ছিলেন, তবে ব্যাটিং করার সুযোগ পাননি বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে। দ্বিতীয় টি-টোয়েন্টি কিন্তু ভালো খেললেন রিঙ্কু সিংহ। ২১ বলে তাঁর সংগ্রহ ৩৮ রান। যোগ্য সঙ্গত দিলেন রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন।  তবে সুযোগ কাজে লাগাতে পারলেন না তিলক বর্মা। মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ১৮৫ রানে।

 

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে আয়ারল্যান্ড। একমাত্র ব্যতিক্রম ছিলেন বালবির্নি। কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। আস্কিং রেট অবশ্য আগগোড়া ছিল অনেক বেশি। তবে যতক্ষণ বালবির্নি উইকেটে ছিলেন, ততক্ষণ আয়ারল্য়ান্ডের একটা আশা ছিল। মনে হচ্ছিল শেষবেলায় ভারতের হাত ম্যাচ না বেরিয়ে যায়! তবে শেষপর্যন্ত অবশ্য তেমনটি হয়নি। সৌজন্যে আরশদীপ সিংহ।  তাঁর বলেই খোঁচা দিয়ে প্য়াভিলিয়নে ফেরেন  বালবির্নি।

আরও পড়ুন: FIFA Women's World Cup 2023: বিশ্বকাপের রং লাল, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.