Captain Bumrah: করোনা আক্রান্ত রোহিত ছিলেন নিভৃতবাসে! মনে পড়ে শেষবার বুমরার নেতৃত্বে কী হয়েছিল?
Jasprit Bumrah last led India in a Test match: অতীতেও বুমরা দিয়েছেন ভারতকে টেস্টে নেতৃত্ব, কী হয়েছিল সেবার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই প্রতীক্ষার অবসান। অজিভূমে অ্যাসিড টেস্ট ভারতের (BGT 2024)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজের (Border Gavaskar Trophy) বোধনে প্য়াট কামিন্স ও জসপ্রীত বুমরা (Pat Cummins vs Jasprit Bumrah) । ২২ নভেম্বর থেকে পারথে শুভারম্ভ ইন্দো-অজি মহাযুদ্ধের। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। রোহিত শর্মা (Rohit Sharma) আপাতত পিতৃত্বকালীন ছুটিতে। ফলে সহ-অধিনায়ক বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছে পারথ টেস্টের দায়িত্ব। অতীতেও স্ট্য়ান্ড-ইন অধিনায়ক হিসেবে পাওয়া গিয়েছে বুমরাকে। ফের একবার দায়িত্বে তিনি।
আরও পড়ুন: অনেক হয়েছে! এবার তিনিই পাকাপাকি অধিনায়ক? বুমরার বিরাট বিবৃতিতে ধেয়ে এল মহাপ্রলয়...
মনে পড়ে শেষবার টেস্টে বুমরার নেতৃত্বে কী হয়েছিল? সাল ছিল ২০২২। ৫ টেস্টের সিরিজ খেলতে ভারত গিয়েছিল ইংল্য়ান্ড। নটিংহ্য়ামে ড্র হয় প্রথম টেস্ট, লর্ডসে দ্বিতীয় টেস্ট ভারত জিতেছিল ১৫১ রানে। লিডসে তৃতীয় টেস্টে ইংরেজরা ইনিংস ও ৭৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে। পঞ্চম টেস্টের আগে করোনা আক্রান্ত হয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। তিনি চলে যান নিভৃতবাসে। গুরুদায়িত্ব তুলে দেওয়া বুমরার কাঁধেই। সেই প্রথম তিনি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক করেছিলেন বার্মিংহ্য়ামে।
এবার আসা যাক বার্মিংহ্য়াম টেস্টের কথায়। টস হেরে ভারত প্রথমে ব্য়াট করেছিল। তারকা পেসার জেমস অ্যান্ডারসনের দাপটে ১০০ রানের ভিতর ৫ উইকেট হারানো দলটাই স্কোরবোর্ডে তুলেছিল ৪১৬ রান। ঋষভ পন্থ (১৪৬) ও রবীন্দ্র জাদেজা (১০৪) সেঞ্চুরি করে ভারতের লড়াই করার মতো স্কোর তুলে দিয়েছিলেন। বলা দরকার অধিনায়ক বুমরা ১০ নম্বরে নেমে ১৬ বল খেলে ৩১ রানে ছিলেন অপরাজিত। ভারতের প্রথম ইনিংসের জবাবে ব্রিটিশরা ২৮৪ রানে গুটিয়ে গিয়েছিল। এই রানের মধ্য়ে ১০৬ রানই জনি বেয়ারস্টোর। বুমরা-সিরাজ-শামির ত্রিফলা ব্রিটিশদের কালঘাম বার করে দিয়েছিল। সিরাজ নিয়েছিলেন ৪ উইকেট, অস্থায়ী অধিনায়ক বুমরা পেয়েছিলেন ৩ উইকেট। ২ উইকেট শামির ও এক উইকেট শার্দূল ঠাকুরের।
১৩২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তবে ভারত এবার আর বড় রান করতে পারেনি। ২৪৫ রানে গুটিয়ে যায় বুমরাবাহিনী। চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। বল হাতে বেন স্টোকস তুলে নিয়েছিলেন ৪ উইকেট। টেস্ট জেতার জন্য় ব্রিটিশদের ভারত দিয়েছিল ৩৭৮ রানের টার্গেট। জো রুট (১৪২) আর জনি বেয়ারস্টো (১১৪) অপরাজিত ইনিংস খেলে হেসে খেলে ম্য়াচ বার করে আনেন। সাত উইকেটে ব্রিটিশরা ম্য়াচ জিতে নেয়। গোটা সিরিজে ১২৫ রান করার পাশাপাশি ২৩ উইকেট নিয়ে ম্য়ান অফ দ্য সিরিজ হয়েছিলেন বুমরা। তবে অধিনায়ক হিসেবে অভিষেকে তাঁকে হারই হজম করতে হয়েছিল। ফের একবার ব্য়াটন বুমরার হাতে।
আরও পড়ুন: 'রাখুন মশাই নিজের জ্ঞান...'! মঞ্জরেকরের উইকেট গুঁড়িয়ে দিলেন শামি, চলছে ধুন্ধুমার...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)